AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Paschimbanga Diwas: পশ্চিমবঙ্গ দিবসে মেতেছে তৃণমূল, ইতিহাস ভোলানোর চেষ্টা, দাবি বিজেপির! দুই দলকেই একহাত বামেদের

Paschimbanga Diwas: ঘটা করে জেলায় ও ব্লকে কোথাও তৃণমূলের উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস আবার কোথাও সরকারি উদ্যোগে পালিত হচ্ছে বাংলা দিবস। শ্যামাপ্রসাদের অবদান ভোলাতেই এই আয়োজন, কটাক্ষ বিজেপির। তৃণমূল ও বিজেপি দুই দলকেই খোঁচা বামেদের।

Paschimbanga Diwas: পশ্চিমবঙ্গ দিবসে মেতেছে তৃণমূল, ইতিহাস ভোলানোর চেষ্টা, দাবি বিজেপির! দুই দলকেই একহাত বামেদের
কী বলছেন অরূপ? Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 15, 2025 | 3:03 PM

বাঁকুড়া: গোটা বাংলাজুড়ে চলছে নববর্ষের উদযাপন। তৃণমূলের উদ্যোগে জেলা স্তরে এবং ব্লকে ব্লকে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। সরকারিভাবেও দিনটিকে বাংলা দিবস হিসাবে পালন করা হচ্ছে ঘটা করে। আর এতেই তৈরি হয়েছে বিতর্ক। বিরোধী বিজেপির দাবি বাংলার জন্মের পিছনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে ভুলিয়ে দিতেই তৃণমূলের এই আয়োজন। আসরে নেমেছে বামেরাও। রাজ্যের এই অশান্ত পরিবেশে পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে শাসক ও বিরোধীদের মধ্যে তরজা আসলে রাজ্যের মানুষের মৌলিক অধিকার ভুলিয়ে দেওয়ার চেষ্টা বলে দাবি বামেদের। 

সম্প্রতি, পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে বঙ্গ রাজনীতিতে চাপানউতোর কম হয়নি। একবছর আগে থেকেই তৃণমূল তৃণমূলের তরফে দলীয় ও সরকারিভাবে ১ বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। এবারও তার অন্যথা হয়নি। বাঁকুড়ার সতীঘাটে হনুমান মন্দিরে পুজো দিয়ে এদিন পথচলতি মানুষ ও চলন্ত বাসের যাত্রীদের মধ্যে লাড্ডু বিতরণ করে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করেন বাঁকুড়ার সাংসদ তথা তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি অরূপ চক্রবর্তী। 

বাঁকুড়ার রবীন্দ্রভবনে প্রশাসনিকভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করা হয়। তৃণমূলের দাবি, বাংলার শান্তি, সম্প্রীতি ও ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতেই দলের নির্দেশে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের আয়োজন। বিজেপি অবশ্য তৃণমূলের এই উদ্যোগকে কটাক্ষ করতে ছাড়েনি। খোঁচা দিতে ছাড়েননি প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। বিজেপির দাবি, ২০ জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা বিভক্ত হয়ে পশ্চিমবঙ্গর জন্ম হয়েছিল। তাই ২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস পালন করা উচিত। আসলে বাংলার মানুষকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান ও ইতিহাস ভুলিয়ে দিতেই এই আয়োজন। তবে বিজেপির খোঁচায় বিশেষ পাত্তা দিতে নারাজ তৃণমূলের জয়পুর ব্লক সভাপতি কৌশিক বটব্যাল। 

বামেরা অবশ্য এই ইস্যুতে তৃণমূল ও বিজেপি দু’ই দলকেই একহাত নিয়েছে। বামেদের দাবি, আরজি কর থেকে শুরু করে, শিক্ষকদের চাকরি হারানো, মুর্শিদাবাদে হিংসা-সহ বিভিন্ন ইস্যুতে যখন বাংলা জ্বলছে তখন মানুষের সাধারণ অধিকারের প্রশ্ন থেকে নজর ঘোরাতেই পশ্চিমবঙ্গ দিবস নিয়ে এমন তরজায় মেতেছে রাজ্যের শাসক তৃণমূল ও বিরোধী বিজেপি। এমনটাই মত সিপিএমের রাজ্য কমিটির সদস্য অভয় মুখোপাধ্যায়ের।