নতুন বছরের শুরু থেকেই প্রচার অভিযানে নামছেন অভিষেক
২০২১-এর মডেলকেই তুলে এনেছেন অভিষেক। সকাল থেকে রাত পর্যন্ত ঠাসা কর্মসূচি, একেবারে গ্রাউন্ড জিরোয় গিয়ে জনসংযোগ। কর্মকর্তাদের বাড়িতেই খাওয়াদাওয়া-একেবারে বুথ লেভেল স্তরে জনসংযোগ বাড়ানোর ক্ষেত্রে জোর দিচ্ছেন অভিষেক। জানুয়ারি মাসের ১ তারিখ থেকেই এই কর্মসূচি চলবে।
কলকাতা: এসআইআর-এর শুনানির আগেই গুরুত্বপূর্ণ বৈঠকে তৃৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১ জানুয়ারি উন্নয়নের সংলাপ কর্মসূচি শুরু করছে তৃণমূল। তার আগে নেতৃত্বের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক অভিষেকের। তাঁর গুরুত্বপূর্ণ বার্তা, “এখন যুদ্ধের সময়। যুদ্ধের সময়ে যদি একটুও রিল্যাক্স দেওয়া হয়, তাহলে প্রতিপক্ষ আক্রমণ করবে।” সামনেই ২০২৬-এর নির্বাচন। ভোটের দামামা কার্যত এই এসআইআর আবহেই বেজে গিয়েছে। তাতে ২০২১-এর মডেলকেই তুলে এনেছেন অভিষেক। সকাল থেকে রাত পর্যন্ত ঠাসা কর্মসূচি, একেবারে গ্রাউন্ড জিরোয় গিয়ে জনসংযোগ। কর্মকর্তাদের বাড়িতেই খাওয়াদাওয়া-একেবারে বুথ লেভেল স্তরে জনসংযোগ বাড়ানোর ক্ষেত্রে জোর দিচ্ছেন অভিষেক। জানুয়ারি মাসের ১ তারিখ থেকেই এই কর্মসূচি চলবে।

