৩ সন্তানের নামে নোটিশ! আতঙ্কে মৃত্যু সাঁইথিয়ার বৃদ্ধের, দাবি পরিবারের
মালেক শেখের বাড়ি সাঁইথিয়া থানার দক্ষিণ সৃজা গ্রামে। তাঁর পরিবারের বক্তব্য, সংসার চালাতে দীর্ঘদিন আগে বারাণসীতে যান মালেক। ২০১৫ সালে সেখানে ভোটার কার্ডও হয়। বাংলার পাশাপাশি উত্তর প্রদেশেও এসআইআর হচ্ছে। কিন্তু, তাঁর নাম তোলা হয়নি বলে পরিবারের অভিযোগ।
বীরভূম: দুই পুত্র ও মেয়েকে এসআইআর-এ হিয়ারিংয়ে ডাকা হয়েছে। সেই আতঙ্কেই হৃদরোগে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠল বীরভূমের সাঁইথিয়ায়। মৃতের নাম মালেক শেখ। দীর্ঘদিন ধরে তিনি উত্তর প্রদেশের বারাণসীকে কাজ করতেন। সেখানকার ভোটার তালিকায়ও তাঁর নাম রয়েছে। বাংলায় ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম নেই। হিয়ারিংয়ে সন্তানদের ডেকে পাঠানোর পর থেকেই তিনি আতঙ্কে ছিলেন বলে পরিবারের দাবি। মালেক শেখের বাড়ি সাঁইথিয়া থানার দক্ষিণ সৃজা গ্রামে। তাঁর পরিবারের বক্তব্য, সংসার চালাতে দীর্ঘদিন আগে বারাণসীতে যান মালেক। ২০১৫ সালে সেখানে ভোটার কার্ডও হয়। বাংলার পাশাপাশি উত্তর প্রদেশেও এসআইআর হচ্ছে। কিন্তু, তাঁর নাম তোলা হয়নি বলে পরিবারের অভিযোগ।

