বাংলার জেলায় জেলায় বাংলাদেশের হত্যাকাণ্ডের প্রতিবাদে মিছিল
ধৃত ১২ জন বিক্ষোভকারীর জামিন মঞ্জুর করল আলিপুর আদালত। তিন হাজার টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছে আদালত। মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছিল। ৭ জনের জামিন আগেই হয়েছিল। এবার ১২ জনের জামিন মঞ্জুর করল আদালত।
কলকাতা: বাংলাদেশের হিন্দু যুবকের খুনের প্রতিবাদে হিন্দু সংহতির ডাকে শিয়ালদহ স্টেশন মিছিল। বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অভিযানে হিন্দু সংহতি সংগঠন। বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা এবং দীপু দাসের হত্যার সঠিক তদন্ত সহ একাধিক দাবিতে মিছিল ও ডেপুটেশন কর্মসূচি ঘিরে ধুন্ধুমার। এদিকে, গত সপ্তাহে বেগবাগানের বিক্ষোভের ঘটনায় ১২ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃত ১২ জন বিক্ষোভকারীর জামিন মঞ্জুর করল আলিপুর আদালত। তিন হাজার টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছে আদালত। মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছিল। ৭ জনের জামিন আগেই হয়েছিল। এবার ১২ জনের জামিন মঞ্জুর করল আদালত।

