বছর চারেক ধরে চলছে ভাবা প্রাকটিসের কাজ। সাংবাদিকতার দুনিয়ায় হাতেখড়ি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় থেকেই। জাতীয় রাজনীতির পাশাপাশি আঞ্চলিক রাজনীতির অলিতেগলিতে ঢুঁ মারার ঝোঁকটাও বেড়েছে কালের নিয়মে। ভাল লাগে দেশ-কালের আর্থ-সামাজিক ওঠাপড়ার সঙ্গে তাল মিলিয়ে নিত্যনতুন বিষয় জানতে। সৃজনশীল লেখালেখি সবথেকে বেশি টানে। টুকটাক গল্প লেখার অভ্যাসও রয়েছে। দ্বিতীয় স্নাতকোত্তর পাঠ চলচ্চিত্রে। রেডিওর দুনিয়ায় কাজ করারও স্বল্প অভিজ্ঞতা আছে। পডকাস্টের জগতেও হাতেখড়ি হয়েছে সম্প্রতি। তবে শব্দজব্দের খেলার মাঝে একটু ফুরসৎ পেলেই পাহাড় ঘেরা মেঘের কোলে হারিয়ে যেতে বড্ড ভাল লাগে।