Howrah News: বিয়ে করবে না বলে মেয়ের পায়ে শিকল বেঁধে রাখল বাবা!
মেয়েকে পনেরো দিন যাবৎ বেঁধে রেখেছে বাবা মেয়ের কাজ করা তার না-পসন্দ। বিয়ে দিতে চান তিনি। পায়ে শিকল বাঁধা অবস্থায় হাওড়ার বাড়ি থেকে উদ্ধার তরুণী। অন্যদিকে বাবার দাবি, চিটিংবাজির চাকরি করে মেয়ে। দেখুন ভিডিয়ো
মেয়েকে পনেরো দিন যাবৎ বেঁধে রেখেছে বাবা মেয়ের কাজ করা তার না-পসন্দ। বিয়ে দিতে চান তিনি। পায়ে শিকল বাঁধা অবস্থায় হাওড়ার বাড়ি থেকে উদ্ধার তরুণী।
অন্যদিকে বাবার দাবি, চিটিংবাজির চাকরি করে মেয়ে। দেখুন ভিডিয়ো