Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price: এই বাড়ছে, এই কমছে! মাসের শেষে কোথায় দাঁড়াবে সোনার দাম?

Gold Price: এই বাড়ছে, এই কমছে! মাসের শেষে কোথায় দাঁড়াবে সোনার দাম?

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Apr 14, 2025 | 10:25 AM

Gold Price: এপ্রিল মাসে ৩ তারিখের পর থেকে ধীরে ধীরে কমতে শুরু করেছিল সোনার দাম। ৮ তারিখ পর্যন্ত দাম কমেছিল প্রায় ৩ হাজার ৬৫০ টাকা। আর তারপর থেকেই উঠতে শুরু করেছে বাজার।

গত ১ সপ্তাহে কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম বেড়েছে ৫ হাজার ৬৭০ টাকা। এপ্রিল মাসে ৩ তারিখের পর থেকে ধীরে ধীরে কমতে শুরু করেছিল সোনার দাম। ৮ তারিখ পর্যন্ত দাম কমেছিল প্রায় ৩ হাজার ৬৫০ টাকা। আর তারপর থেকেই উঠতে শুরু করেছে বাজার। একটা সময় মনে হয়েছিলও ওই মার্কিন বিশেষজ্ঞের পূর্বাভাস সত্যি করে সোনা ৬০ হাজারে না নামলেও হুড়মুড়িয়ে বেশ খানিকটা নেমে যাবে। আশায় কোমর বেঁধেছিলেন দেশের মানুষ। কিন্তু এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের শেষ ভাগে সেই আশায় জল ঢেলে দিল সোনার দাম।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

Published on: Apr 14, 2025 10:25 AM