ডোমজুড়ে নাবালিকা ধর্ষণের অভিযোগ
স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে রাস্তা তৈরির কাজ চলছে। সেই সূত্র ধরেই এলাকায় বেড়েছে অপরিচিত মুখের সংখ্যা। এলাকাবাসীর অভিযোগ, ওই রাস্তা তৈরির কাজে আসা এক শ্রমিক এলাকারই একটি নাবালিকা মেয়েকে প্রথমে শ্লীলতাহানি, তারপর তাকে একটি নির্মীয়মান বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। সোমবার সন্ধ্যায় এই অভিযোগ ঘিরেই দফায় দফায় চড়ে উত্তেজনা।
হাওড়া: সাত বছরের নাবালিকা মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ। খবর ছড়াতেই ক্ষেপে উঠল জনতা। চলল বিক্ষোভ, তাণ্ডব এবং ভাঙচুর। পরিস্থিতি সামাল দিতে ছুটে এল পুলিশ বাহিনী। নামানো হল র্যাফ। অন্যদিক, মূল অভিযুক্ত পলাতক। অবশ্য, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। হাওড়ার ডোমজুড় এলাকার অন্তর্গত রাঘবপুর। সেখানে স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে রাস্তা তৈরির কাজ চলছে। সেই সূত্র ধরেই এলাকায় বেড়েছে অপরিচিত মুখের সংখ্যা। এলাকাবাসীর অভিযোগ, ওই রাস্তা তৈরির কাজে আসা এক শ্রমিক এলাকারই একটি নাবালিকা মেয়েকে প্রথমে শ্লীলতাহানি, তারপর তাকে একটি নির্মীয়মান বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। সোমবার সন্ধ্যায় এই অভিযোগ ঘিরেই দফায় দফায় চড়ে উত্তেজনা।
দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে? সুপ্রিম কোর্টে কী জানাল কমিশন
দেখুন কীভাবে এক্সপ্রেস ট্রেন গিয়ে ধাক্কা মারল, ঘুরে গেল ট্রাক
'আমাদের তো কাজই করতে হচ্ছে না', ভোটের মুখে ঠিক কী বললেন মদন মিত্র
নির্মীয়মান বহুতলের অরক্ষিত লিফটের গর্ত থেকে উদ্ধার শিশুর দেহ

