‘আমাদের তো কাজই করতে হচ্ছে না’, ভোটের মুখে ঠিক কী বললেন মদন মিত্র
TV9 বাংলার মুখোমুখি হয়ে তিনি বলেন, “আলেকজান্ডারের মতো ম্যাপিং করেছেন অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন উত্তরে থাকেন, অভিষেক সে দিন দক্ষিণে। আমাদের তো কাজই কাজ করতে হচ্ছে না। নবজোয়ারের পর এ একেবারে আলাদা অভিষেক, দুর্দান্ত অভিষেক। এবার অভিষেকই শুভেন্দুর উইকেট ফেলে দেবে। তার জন্য কী করতে হয়, সেটা অভিষেক জানে।"
অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ মদন মিত্র। নন্দীগ্রাম থেকে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করবেন কি না, এই জল্পনার মাঝেই মদন মিত্র বলে দিলেন, “শুভেন্দু এবার ৫০ হাজার ভোটে হারবে। শুভেন্দুকে হারাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজন নেই, সেনাপতি অভিষেক।”
TV9 বাংলার মুখোমুখি হয়ে তিনি বলেন, “আলেকজান্ডারের মতো ম্যাপিং করেছেন অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন উত্তরে থাকেন, অভিষেক সে দিন দক্ষিণে। আমাদের তো কাজই কাজ করতে হচ্ছে না। নবজোয়ারের পর এ একেবারে আলাদা অভিষেক, দুর্দান্ত অভিষেক। এবার অভিষেকই শুভেন্দুর উইকেট ফেলে দেবে। তার জন্য কী করতে হয়, সেটা অভিষেক জানে। অভিষেক এমন ভাবে ম্যাপ করেছে, একটা জায়গাও বাদ যাচ্ছে না।”

