মিউচুয়াল ফান্ড
শেয়ার মার্কেটের পাশাপাশি কম ঝুঁকি কিন্তু বেশি লাভের আশায় বর্তমানে দেশের একটা বড় অংশের মানুষের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ঝোঁক বাড়ছে। ঝোঁক বাড়ছে এসআইপি (SIP) বা Systematic Investment Plan এর উপরেও। মিউচুয়াল ফান্ড হল এক ধরনের বিনিয়োগ তহবিল যা অনেক বিনিয়োগকারীর কাছ থেকে অর্থ সংগ্রহ করে এবং স্টক, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি সিকিউরিটিতে বিনিয়োগ করে। এককালীন বা মাসিক কিস্তির ভিত্তিতেও করা যেতে পারে বিনিয়োগ। মাত্র ১০০ টাকা থেকে আজকাল শুরু করা যায় বিনিয়োগ। রয়েছে বিভিন্ন ধরনের প্ল্যান। মিউচুয়াল ফান্ড সবসময়ই কোনও পেশাদার ফান্ড ম্যানেজারদের দ্বারা পরিচালিত হয়। তবে এখানে বিনিয়োগ করার জন্য শেয়ার বাজার সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক। শেয়ার বাজারের ওঠানামার সঙ্গে সঙ্গে মিউচুয়াল ফান্ডের নেট অ্যাসেট ভ্যালু (NAV) ওঠানামা করতে পারে। অ্যাসেট ক্লাসের ভিত্তিতে বিভিন্ন ধরনের ফান্ড বাজারে রয়েছে। যেমন ইক্যুইটি ফান্ড। এখানে ফান্ড ম্যানেজার মূলত শেয়ারে বিনিয়োগ করে। উচ্চ ঝুঁকি ও উচ্চ রিটার্নের সম্ভাবনা থাকে। অন্যদিকে ডেট ফান্ড মূলত ডিবেঞ্চার, বন্ড, সরকারি সিকিউরিটিতে বিনিয়োগ করে। কম ঝুঁকির পাশাপাশি কম রিটার্নের সম্ভাবনা থাকে। হাইব্রিড ফান্ড আবার ইক্যুইটি ও ডেট উভয়তেই বিনিয়োগ করে। ঝুঁকি-রিটার্ন ইক্যুইটি ও ডেটের অনুপাতের উপর নির্ভর করে।