Home Loan, Investing: একেবারে ‘ফ্রি’তে বাড়ি-ফ্ল্যাট, হোম লোন নিলেও পকেট থেকে দিতে হবে না কোনও টাকা!
Home Loan: একেবারে বিনে পয়সায় হোমলোন চান? হ্যাঁ সেটাও সম্ভবও। মেনে চলুন এই পন্থা, যা খরচ হবে, ঠিক ততটাই ফিরে আসবে আপনার পকেটে।
প্রতিটা মানুষই চায় তাঁর নিজের একটা বাড়ি হোক। কিন্তু বর্তমানে সব জিনিসের সঙ্গে হু হু করে বাড়ছে বাড়ি বা ফ্ল্যাটের দামও। ফলে অনেকেই সেই স্বপ্ন পূরণ করতে হোম লোনের দ্বারস্ত হয়। আর হোম লোন পরিশোধ করতে লেগে যায় ২০ থেকে ২৫ বছর। আর যা লোন নেওয়া হয় পরিশোধের সময় দিতে হয় তার দ্বিগুণ বা তারও বেশি। তবে এমন একটা পন্থা রয়েছে যাতে কোনও হোম লোনের সুদ হয়ে যায় প্রায় শূন্য।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।