কোচবিহারে বাবা-ছেলে খুনের বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর, কী বললেন?
কোচবিহারের মাথাভাঙায় সংঘর্ষ নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিহত মানব সরকার বিজেপির ‘সক্রিয় সদস্য’ বলে দাবি তাঁর। মাথাভাঙার হাজরাহাট এলাকায় সরকার পরিবারের উপর চড়াও হয় সিকদার পরিবারের লোকজন। ধারাল অস্ত্র নিয়ে আক্রমণ করেন তাঁরা। এই সংঘর্ষে মৃত্যু হয় মানব সরকার ও তাঁর ছেলে যাদব সরকারের। এই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, "সকালের দিকে আমাদের স্থানীয় স্তরের নেতার ওই আহতদের বাড়িতে যেতে পারলেও, বেলা বাড়তেই পুলিশ র্যাফ দিয়ে গোটা এলাকা ঢেকে ফেলে। পরিবারের সঙ্গে আমাদের দলের নেতাদের দেখা করতে দিচ্ছে না। প্রতিবন্ধকতা তৈরি করছে। সত্যটা ঢাকছে। পারিবারিক বিবাদ বলে গোটা ব্যাপারটাকে অরাজনৈতিক করার চেষ্টা করছে। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, এই হত্য়া তৃণমূলের কর্মীরা করেছে।"
কোচবিহারের মাথাভাঙায় সংঘর্ষ নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিহত মানব সরকার বিজেপির ‘সক্রিয় সদস্য’ বলে দাবি তাঁর। মাথাভাঙার হাজরাহাট এলাকায় সরকার পরিবারের উপর চড়াও হয় সিকদার পরিবারের লোকজন। ধারাল অস্ত্র নিয়ে আক্রমণ করেন তাঁরা। এই সংঘর্ষে মৃত্যু হয় মানব সরকার ও তাঁর ছেলে যাদব সরকারের। এই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “সকালের দিকে আমাদের স্থানীয় স্তরের নেতার ওই আহতদের বাড়িতে যেতে পারলেও, বেলা বাড়তেই পুলিশ র্যাফ দিয়ে গোটা এলাকা ঢেকে ফেলে। পরিবারের সঙ্গে আমাদের দলের নেতাদের দেখা করতে দিচ্ছে না। প্রতিবন্ধকতা তৈরি করছে। সত্যটা ঢাকছে। পারিবারিক বিবাদ বলে গোটা ব্যাপারটাকে অরাজনৈতিক করার চেষ্টা করছে। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, এই হত্য়া তৃণমূলের কর্মীরা করেছে।”
কোচবিহারে বাবা-ছেলে খুনের বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর, কী বললেন?
আগামিকাল থেকে শুরু SIR-র হিয়ারিং, নাম ভুল থাকলেও কি তালিকা থেকে বাদ?
মেট্রো কি নিজের সম্পত্তি! দরজা বন্ধ হয়ে যেতেই যুবক কী করল দেখুন
'মানুষ তো ভুল করেই থাকে...', কী নিয়ে এত আক্ষেপ পার্নোর?

