AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Z+ নিরাপত্তায় শহরে ইডি ডিরেক্টর, বড় কোনও পদক্ষেপ এবার?

Z+ নিরাপত্তায় শহরে ইডি ডিরেক্টর, বড় কোনও পদক্ষেপ এবার?

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Jan 23, 2026 | 3:09 PM

Share

ED Director in Kolkata: আইপ্যাক কাণ্ডের পর "রিভিউ মিটিংয়ে" দু'দিনের জন্য কলকাতায় এসেছেন ইডি ডিরেক্টর। রাহুল নবীনের সুরক্ষায় বাড়তি সতর্ক স্বরাষ্ট্রমন্ত্রক। সূত্রের খবর, রাহুলকে দু'দিনের জন্য Z+ নিরাপত্তা অনুমোদন করেছে স্বরাষ্ট্রমন্ত্রক।

শহরে এসেছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। আইপ্যাক কাণ্ডের পর এই প্রথম কলকাতা সফর রাহুল নবীনের। চলতি মাসেই কয়লা দুর্নীতি নিয়ে তদন্তে ভোট কুশলী সংস্থা আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের বাড়ি ও অফিসে পৌঁছেছিল ইডি আধিকারিকরা। খবর পেয়েই পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রতীক জৈনের বাড়ি থেকে সবুজ রঙের ফাইল নিয়ে বেরিয়ে আসেন। আইপ্যাক কাণ্ডের পর “রিভিউ মিটিংয়ে” দু’দিনের জন্য কলকাতায় এসেছেন ইডি ডিরেক্টর। রাহুল নবীনের সুরক্ষায় বাড়তি সতর্ক স্বরাষ্ট্রমন্ত্রক। সূত্রের খবর, রাহুলকে দু’দিনের জন্য Z+ নিরাপত্তা অনুমোদন করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের বিরোধী দলনেতা এই পর্যায়ের নিরাপত্তা পেয়ে থাকেন সেই নিরাপত্তা প্রদান করা হচ্ছে। শোনা যাচ্ছে, আজ লোকভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে পারেন ইডি ডিরেক্টর।