Govt Stocks: বাজারের হাল খারাপ! তারপরেও পকেট গরম করতে পারে এই ৫ সরকারি স্টক
Govt Stocks: বাজারে মন্দা চললেও এমন কিছু স্টক রয়েছে যেগুলির ‘ডিভিডেন্ট’ (লভ্যাংশ দেয় যে সমস্ত স্টক) বরাবরই চর্চা থাকে বিনিয়োগকারীদের মধ্যে। এমন কিছু সরকারি স্টক রয়েছে যেগুলির ডিভিডেন্ট আপনার পকেটে ভালই অক্সিজেন জোগাতে পারে।

কলকাতা: ওঠা-নামা রোজকার বিষয়। বাজার বিশেষজ্ঞরা বলেন, ধৈর্য ধরার কথা। কিন্তু, বিগত কয়েক মাসের ধারাবাহিক পতন কপালে চিন্তার ভাঁজ ক্রমেই চাওড়া করেছে বিনিয়োগকারীদের। তবে বাজারে মন্দা চললেও এমন কিছু স্টক রয়েছে যেগুলির ‘ডিভিডেন্ট’ (লভ্যাংশ দেয় যে সমস্ত স্টক) বরাবরই চর্চা থাকে বিনিয়োগকারীদের মধ্যে। এমন কিছু সরকারি স্টক রয়েছে যেগুলির ডিভিডেন্ট আপনার পকেটে ভালই অক্সিজেন জোগাতে পারে। ব্রোকারেজ ফার্ম অ্যাক্সিস সিকিউরিটিজের মতে, ২০২৫ অর্থবছরে এই খাতে কোল ইন্ডিয়া, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ONGC), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL) শীর্ষ ৫টি স্টকের মধ্যে রয়েছে।
অন্যান্য স্টকগুলির মধ্যে রয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এবং আরইসি লিমিটেড। এই স্টকগুলিকে নিয়েই এখন জোর চর্চা চলছে বিনিয়োগকারীদের মধ্যে। তালিকায় একেবারে শীর্ষ স্থানে রয়েছে কোল ইন্ডিয়া লিমিটেড। অঙ্কটা একেবারে ৭ শতাংশের কাছে। পিছিয়ে নেই অয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশনও (ONGC)। ওএনজিসি-ও তাদের বিনিয়োগকারীদের ৬ শতাংশের আকর্ষণীয় ডিভিডেন্ড দিয়েছে।
অন্যদিকে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনও (BPCL) গত ১২ মাসে ৬ শতাংশের ডিভিডেন্ড দিয়েছে। যা ওএনজিসির সমান। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড গত ১২ মাসে ৫ শতাংশ হারে ডিভিডেন্ড দিয়েছে। আরইসি লিমিটেডের ক্ষেত্রেও অঙ্কটা এক।
বিঃ দ্রঃ – শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ। এখানে বিনিয়োগের কোনও নির্দিষ্ট ফর্মূলা নেই। তাই এখানে বিনিয়োগ নিজের দায়িত্বে করা উচিত।





