Thermal Science: মহাকাশ গবেষণায় কেন গুরুত্বপূর্ণ থার্মাল সায়েন্স? শেখানো হবে আইআইটি মাদ্রাজে
Thermal Science: মহাকাশে সূর্যের আলো সরাসরি বস্তুর উপর পড়লে তাপমাত্রা ২০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে, আবার ছায়ায় তাপমাত্রা নেমে যেতে পারে -১৫০ ডিগ্রি সেলসিয়াসের নিচে।

মহাকাশ গবেষণায় তাপ বিজ্ঞান বা থার্মাল সায়েন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পৃথিবীর বায়ুমণ্ডলের থেকে মহাকাশের পরিবেশ অনেকটাই আলাদা। অতিরিক্ত গরম ও চরম ঠান্ডার মধ্যে দ্রুত রূপান্তর ঘটে। এই চরম তাপমাত্রার মধ্যে মহাকাশযান, উপগ্রহ এবং মহাকাশচারীদের সুরক্ষা নিশ্চিত করতে তাপ বিজ্ঞান বা থার্মাল সায়েন্স অপরিহার্য।
মহাকাশে সূর্যের আলো সরাসরি বস্তুর উপর পড়লে তাপমাত্রা ২০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে, আবার ছায়ায় তাপমাত্রা নেমে যেতে পারে -১৫০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এমন অবস্থায় যন্ত্রপাতি ও যাত্রীদের রক্ষা করতে থার্মাল কন্ট্রোল সিস্টেম প্রয়োগ করা হয়, যা তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।। এই কৌশলের মাধ্যমে মহাকাশযানের অভ্যন্তরে জীবনধারণ উপযোগী পরিবেশ তৈরি হয়।
উপগ্রহগুলোর ক্ষেত্রে তাপমাত্রা নিয়ন্ত্রণ আরও গুরুত্বপূর্ণ। অতিরিক্ত গরম বা ঠান্ডা হলে ইলেকট্রনিক ডিভাইস গুলি নষ্ট হয়ে যেতে পারে। তাই বিভিন্ন উপাদানের তাপ পরিবাহীতা, নিরোধক ব্যবস্থার কার্যকারিতা এবং তাপ বিনিময়ের পদ্ধতি নিয়ে গবেষণা করা হয়।
অ্যাপ্লিকেশনগুলির মধ্যে তাপ-প্রতিরোধী আবরণ (heat shields), তাপীয় নিরোধক (thermal insulation), রেডিয়েটার, ও ফেজ চেঞ্জ ম্যাটেরিয়াল ব্যবহারের প্রযুক্তি রয়েছে। এছাড়াও, রকেট ইঞ্জিনে জ্বালানি পোড়ানোর সময় তৈরি হওয়া উচ্চ তাপমাত্রা মোকাবিলা করতেও থার্মাল সায়েন্স অপরিহার্য।
এবার মহাকাশ গবেষণায় থার্মাল সায়েন্স চর্চায় নতুন কেন্দ্র শুরু হল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) মাদ্রাজে। ওই প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে এই কেন্দ্রে গবেষণা এবং প্রশিক্ষণের কাজে সহযোগিতা করবে ইসরো।
এই গবেষণা কেন্দ্র থেকে স্পেসক্রাফ্ট অ্যান্ড লঞ্চ ভেহিক্যাল থার্মাল ম্যানেজমেন্ট, কুলিং সিস্টেমস নিয়ে নিউমেরিক্যাল স্টাডিজ় নিয়ে কাজ করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট বিষয় নিয়ে পঠনপাঠনের সঙ্গে বিশেষজ্ঞরা হাতে কলমে প্রশিক্ষণও দেবেন।
তাপ বিজ্ঞান ছাড়া মহাকাশ গবেষণার কোনও অংশই কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব নয়। এটি শুধুমাত্র যন্ত্রপাতি ও যাত্রীদের সুরক্ষা নয়, বরং সফল উৎক্ষেপণ, কক্ষপথে স্থায়িত্ব এবং দীর্ঘস্থায়ী গবেষণার জন্য এক আবশ্যিক বিজ্ঞান। তাই থার্মাল সায়েন্স মহাকাশ প্রযুক্তির এক অবিচ্ছেদ্য অংশ।





