Winter: বড়দিনের কলকাতায় হাড় কাঁপানো ঠান্ডা, রাজ্যের তাপমাত্রা নামবে ৯ ডিগ্রিতে!
Kolkata Winter in Christmas: এবার শুরু হবে আসল শীতের খেলা। বড়দিনে ১৩ ডিগ্রিতে নামতে পারে কলকাতার তাপমাত্রা। আর এর পিছনে রয়েছে কাশ্মীরে তুষারপাত, জোর বাড়বে উত্তুরে হাওয়ার। বাঁকুড়া, পুরুলিয়ার তাপমাত্রা নামতে পারে ৯ ডিগ্রিতে। আগামী ৩ দিনে গোটা রাজ্যের তাপমাত্রা নামবে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস।
কুয়াশা আর নেই। শীত প্রেমীদের জন্য এবার সুখবর। কারণ, এবার শুরু হবে আসল শীতের খেলা। বড়দিনে ১৩ ডিগ্রিতে নামতে পারে কলকাতার তাপমাত্রা। আর এর পিছনে রয়েছে কাশ্মীরে তুষারপাত, জোর বাড়বে উত্তুরে হাওয়ার। বাঁকুড়া, পুরুলিয়ার তাপমাত্রা নামতে পারে ৯ ডিগ্রিতে। আগামী ৩ দিনে গোটা রাজ্যের তাপমাত্রা নামবে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে কাটবে ঘন কুয়াশার আস্তরণ। ঠান্ডা আরও বাড়বে উত্তরের দার্জিলিং, কালিম্পং বা কার্শিয়াংয়ের মতো এলাকাতেও।
Published on: Dec 23, 2025 06:57 PM
Latest Videos
বড়দিনের কলকাতায় হাড় কাঁপানো ঠান্ডা, রাজ্যের তাপমাত্রা নামবে ৯ ডিগ্রিতে
ডিসেম্বরের শেষেই রাজ্যে শুরু হিয়ারিং, কোথায় হবে শুনানি?
প্রশ্ন কর না- লেখার পর থেকেই ব্ল্যাক লিস্টে পড়ে যাই: পল্লব
দুর্নীতির জেরে চাকরি বাতিল, আবার কোর্টে গেল রাজ্য

