‘প্রশ্ন কর না- লেখার পর থেকেই ব্ল্যাক লিস্টে পড়ে যাই’, মুখ খুললেন পল্লব
তিনি আরও বলেন, এ ঘটনা গত দশ বছরে কত অসংখ্যবার যে হয়েছে আমার সঙ্গে তার ইয়ত্তা নেই। এই যে দেখুন গানমেলা শুরু হচ্ছে। কত বছর সেখানে ডাক পাই না! শুধু সেখানে কেন যে কোনও সরকারি বেসরকারি অনুষ্ঠানেই আমি কালো তালিকাভুক্ত। প্রশ্ন কর না-গানটি গাওয়ার পর থেকেই তাঁকে কালো তালিকায় ফেলা হয়েছে বলে দাবি করেন পল্লব। বর্ধমানের ভাতারে একটি বইমেলায় গান গাওয়া কথা ছিল তাঁর।
‘আমি জানি শাসকের বিরুদ্ধে গাইলে শাসক প্রত্যাঘাত করবেই। আর যখন মূল ইন্ডাস্ট্রির শিল্পীকূল থেকে আমি পুরোপুরি বিচ্ছিন্ন, নেহাতই একা! তাই সইতে হবে একাই।’ অনুষ্ঠান বাতিল হয়ে যাওয়ার পর এমনটাই বললেন সঙ্গীতশিল্পী পল্লব কীর্তনিয়া।
তিনি আরও বলেন, এ ঘটনা গত দশ বছরে কত অসংখ্যবার যে হয়েছে আমার সঙ্গে তার ইয়ত্তা নেই। এই যে দেখুন গানমেলা শুরু হচ্ছে। কত বছর সেখানে ডাক পাই না! শুধু সেখানে কেন যে কোনও সরকারি বেসরকারি অনুষ্ঠানেই আমি কালো তালিকাভুক্ত। প্রশ্ন কর না-গানটি গাওয়ার পর থেকেই তাঁকে কালো তালিকায় ফেলা হয়েছে বলে দাবি করেন পল্লব। বর্ধমানের ভাতারে একটি বইমেলায় গান গাওয়া কথা ছিল তাঁর।
Latest Videos

