SIR, Draft List: ডিসেম্বরের শেষেই রাজ্যে শুরু হিয়ারিং, কোথায় হবে শুনানি?
Election Commission Of India: কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই এই নোটিস পেয়ে গিয়েছে ১০ লক্ষ ভোটার। কলকাতায় বিভিন্ন অফিস বা কলেজে হবে এই শুনানি। আর বিভিন্ন জেলায় বিডিও বা ব্লক স্তরের বিভিন্ন দফতরেই হব এই শুনানি। কিন্তু নির্দিষ্ট কোথায় হবে শুনানি, তা নির্দিষ্ট এলাকার ডিইওর সঙ্গে আলোচনা করে ঠিক করবেন ইআরও।
অবশেষে শুরু হতে চলেছে রাজ্যের ভোটারদের হিয়ারিং। আর সেই দিকেই লক্ষ্য করে প্রস্তুতি শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে ইতিমধ্যেই জোর কদমে চলছে সেই কাজ। ২০০২ সালের তালিকার সঙ্গে যে ভোটারদের কোনও ভাবে ম্যাপিং করা যায়নি, তাদের শুরুতেই ডাকতে পারে নির্বাচন কমিশন। জানা গিয়েছে, আমাদের রাজ্য এমন ৩০ লক্ষ ভোটার রয়েছে।
কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই এই নোটিস পেয়ে গিয়েছে ১০ লক্ষ ভোটার। কলকাতায় বিভিন্ন অফিস বা কলেজে হবে এই শুনানি। আর বিভিন্ন জেলায় বিডিও বা ব্লক স্তরের বিভিন্ন দফতরেই হব এই শুনানি। কিন্তু নির্দিষ্ট কোথায় হবে শুনানি, তা নির্দিষ্ট এলাকার ডিইওর সঙ্গে আলোচনা করে ঠিক করবেন ইআরও। আরেই শুনানিতে নজরদারির কাজ চালাবেন প্রায় ৪ হাজার মাইক্রো অবজার্ভার।

