Where To Invest: ব্যাঙ্কে ৫ লক্ষ টাকাও বিপদ! বাড়তি টাকা কোথায়, কীভাবে রাখবেন, জেনে নিন
Savings: ব্যাঙ্কগুলোতে ৫ লক্ষ টাকা পর্যন্ত অর্থ ডিপোজিট ইন্স্যুরেন্স এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন বা DICGC-এ অধীনে বিমাকৃত থাকে। কিন্তু তার বেশি কেউ যদি সঞ্চয় করতে চায়, তাহলে কী হবে?

ব্যাঙ্কে অর্থ সঞ্চয় করলে বিশেষজ্ঞরা বলেন সেই অর্থের পরিমাণ যেন ৫ লক্ষের বেশি না হয়। কারণ ব্যাঙ্কগুলোতে ৫ লক্ষ টাকা পর্যন্ত অর্থ ডিপোজিট ইন্স্যুরেন্স এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন বা DICGC-এ অধীনে বিমাকৃত থাকে। কিন্তু তার বেশি কেউ যদি সঞ্চয় করতে চায়, তাহলে কী হবে?
আমাদের দেশে এই মুহূর্তে কেউ বিনিয়োগ করতে চাইলে সে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে। সরাসরি শেয়ারে, মিউচুয়াল ফান্ডে, রিয়েল এস্টেটে, সোনায় বিনিয়োগ অনেকেই করেন। কিন্তু যে কোনও বিনিয়োগে ঝুঁকির পরিমাণ অনেক বেশি বলেই মধ্যবিত্ত মানুষ কোথাও বিনিয়োগের তুলনায় ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিটে সঞ্চয় করায় বেশি ভরসা করেন। অর্থনীতিবিদ সুপর্ণ পাঠক বলছেন, “ব্যাঙ্কে টাকা রাখলে ৫ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যায়। সবসময় মাথায় রাখতে হবে, যেখানেই টাকা রাখি না কেন একটা ঝুঁকি থাকবেই। এমন ঝুঁকি রয়েছে মিউচুয়াল ফান্ডেও। সেখানে বাজারগত ঝুঁকি রয়েছে। এ ছাড়াও মিউচুয়াল ফান্ড মিস-ম্যানেজড হতে পারে।”
টাকা রাখতে গেলে একটা ঝুঁকি থাকবেই, বলছেন বিশেষজ্ঞরা। তবে ঝুঁকি কমানোর জন্য বিভিন্ন অ্যাসেট-ক্লাসে টাকা ছড়িয়ে রাখতে হবে। তবে, কোনও মানুষ কতটা ঝুঁকি নিতে রাজি, সেই প্রশ্নও এখানে চলে আসে। অর্থনীতিবিদ সুপর্ণ পাঠক বলছেন, কিছু টাকা ব্যাঙ্কে রাখা যেতে পারে, কিছুটা টাকা বাজারে বিনিয়োগ করা যেতে পারে। এ ছাড়াও রিয়েল এস্টেট, সোনার মতো অ্যাসেট ক্লাসেও কিছু টাকা বিনিয়োগ করা যেতে পারে।
তবে, সোনায় বিনিয়োগের পরিমাণ অনেকটা হলে আবার অন্য সমস্যার সম্মুখীন হতে পারে বিনিয়োগকারীরা। ঐতিহাসিক ভাবে সোনা থেকে রিটার্নের পরিমাণ মুদ্রাস্ফীতির কাছাকাছিই থাকে। “ফলে কেউ কোন কারণে টাকা রাখছে, তার উপর নির্ভর করে টাকা কোথায় রাখবে সে”, বলছেন সুপর্ণবাবু। তিনি আরও যোগ করেন, “কেউ যদি ভবিষ্যতের আয়ের উপাদান হিসাবে যদি সঞ্চয় করেন তাহলে তাঁর উচিৎ কোনও সঞ্চয়ের পরামর্শদাতার সঙ্গে পরামর্শ করা। ও বিভিন্ন অ্যাসেট ক্লাসে টাকা ভাগ করে রাখা যাতে ঝুঁকিটা কম হয়”।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।





