Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Foreign Investments in Stock Market: দৌড়বে রকেট গতিতে? ১৯ হাজার কোটি টাকা ঢেলেছে FII, আপনার আছে এই সব শেয়ার?

Indian Stock Market: বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আবারও ফিরে আসছে ভারতের বাজারে। গত ৫ দিনে তারা প্রায় ১৯ হাজার কোটি টাকার ইক্যুইটি কিনেছে এই দেশের বাজার থেকে।

Foreign Investments in Stock Market: দৌড়বে রকেট গতিতে? ১৯ হাজার কোটি টাকা ঢেলেছে FII, আপনার আছে এই সব শেয়ার?
Follow Us:
| Updated on: Mar 31, 2025 | 1:27 PM

গত সেপ্টেম্বর মাস থেকে প্রতি সপ্তাহেই ভারতের বাজার থেকে বেরিয়ে গিয়েছে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা FII-রা। কিন্তু গত সপ্তাহে দেখা গিয়েছে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আবারও ফিরে আসছে ভারতের বাজারে। গত ৫ দিনে তারা প্রায় ১৯ হাজার কোটি টাকার ইক্যুইটি কিনেছে এই দেশের বাজার থেকে। বিদেশি বিনিয়োগকারীদের ভারতের বাজারে ফিরে আসার অন্যতম প্রধান কারণ হল আগের ধাক্কা কাটিয়ে ক্রমশ এই দেশের বাজারের ঘুরে দাঁড়ানো ও তৃতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধি, আমেরিকান ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার শক্তিশালী অবস্থা এবং দেশের মুদ্রাস্ফীতি হ্রাস।

সম্প্রতি বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ব্লক ডিলের মাধ্যমে দেশের বাজার থেকে ৩টি সংস্থার ইক্যুইটি কিনেছে। সেগুলো হল ফেডারেল ব্যাঙ্ক লিমিটেড, গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও ম্যাক্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

ফেডারেল ব্যাঙ্ক

দেশের অন্যতম চর্চিত বেসরকারি ব্যাঙ্কিং পরিষেবা প্রদানকারী সংস্থা হল ফেডারেল ব্যাঙ্ক। এই সংস্থার ৩৫.৮৯ শতাংশ মালিকানা রয়েছে বিভিন্ন মিউচুয়াল ফান্ডগুলোর হাতে, ২৬.৩২ শতাংশ মালিকানা রয়েছে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে, ২৪.৭৮ শতাংশ মালিকা রয়েছে খুচরো বিনিয়োগকারীদের হাতে ও বাকি ১৩.০১ শতাংশের মালিক দেশের বিভিন্ন সংস্থাগুলো। উল্লেখ্য, ফেডারেল ব্যাঙ্কের মার্কেট ক্যাপ ৪৮ হাজার ৫৬৪ কোটি টাকা।

২০২৫ সালের ২৫ মার্চ শেয়ার প্রতি ১৯৫ টাকা ৮০ পয়সা দরে বিদেশি বিনিয়োগকারীরা ৯ লক্ষ ৮০ হাজার ৮৫৩টি শেয়ার কিনে নেয়। ইউবিএস এজি থেকে ইন্টিগ্রেটেড কোর স্ট্র্যাটেজিস (এশিয়া) প্রাইভেট লিমিটেড এই শেয়ার কিনেছে।

গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস

ভারতীয় বহুজাতিক ওষুধ প্রস্তুতকারক সংস্থা হল গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস। সংস্থার মার্কেট ক্যাপ ৪২ হাজার ৯১৪ কোটী টাকা। সংস্থার ৪৬.৬৫ শতাংশ শেয়ার রয়েছে প্রতিষ্ঠাতাদের হাতে। ২৩.৫১ শতাংশ শেয়ার রয়েছে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে।

২০২৫ সালের ২৫ মার্চ ইউবিএস এজি থেকে ইন্টিগ্রেটেড কোর স্ট্র্যাটেজিস (এশিয়া) প্রাইভেট লিমিটেড গ্লেনমার্কের শেয়ার কিনেছে। শেয়ার প্রতি ১ হাজার ৪৯২ টাকা ৬৫ পয়সা দরে বিদেশি বিনিয়োগকারীরা ২ লক্ষ ৬৪ হাজার ৪৬৫টি শেয়ার কিনে নেয়।

ম্যাক্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস

ম্যাক্স লাইফ ইন্সিওরেন্স কোম্পানির প্যারেন্ট কোম্পানি হল ম্যাক্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। সংস্থার মার্কেট ক্যাপ ৩৯ হাজার ৬৩৮ কোটি টাকা। সংস্থার ৪৭.৫০ শতাংশ ইক্যুইটি রয়েছে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে। ৩৪.৯৫ শতাংশ রয়েছে বিভিন্ন মিউচুয়াল ফান্ডের হাতে।

উল্লেখ্য, গত ২৫ মার্চ বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার প্রতি ১ হাজার ১৫৭ টাকা ৩৫ পয়সা দরে ১১ লক্ষ ১২৩টি শেয়ার কিনে নেয়। ইউবিএস এজি থেকে ইন্টিগ্রেটেড কোর স্ট্র্যাটেজিস (এশিয়া) প্রাইভেট লিমিটেড এই শেয়ার কিনেছে।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।