UTI: বারবার ইউরিন ইনফেকশনে ভুগছেন? কোন সমস্যা ডেকে আনছেন জানেন?
UTI: বারবার মূত্রনালির সংক্রমণ হওয়াটা একদম ভাল কথা নয়। শুধু ওষুধ না খেয়ে, কেন এমনটা হচ্ছে তাও খুঁজে বের করাটা প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে বারবার ইনফেকশন হওয়ার পিছনে কতগুলি কারণ থাকতে পারে।

৬ মাসে দু'বারের বেশি বা বছরে তিনবারের বেশি ইউরিন ইনফেকশন হলে চিকিৎসা পরিভাষায় তাকে রেকারেন্ট ইনফেকশন বলা হয়। বারবার মূত্রনালির সংক্রমণ হওয়াটা একদম ভাল কথা নয়। শুধু ওষুধ না খেয়ে, কেন এমনটা হচ্ছে তাও খুঁজে বের করাটা প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে বারবার ইনফেকশন হওয়ার পিছনে কতগুলি কারণ থাকতে পারে। সেগুলি হল -
- ৬ মাসে দু’বারের বেশি বা বছরে তিনবারের বেশি ইউরিন ইনফেকশন হলে চিকিৎসা পরিভাষায় তাকে রেকারেন্ট ইনফেকশন বলা হয়। বারবার মূত্রনালির সংক্রমণ হওয়াটা একদম ভাল কথা নয়। শুধু ওষুধ না খেয়ে, কেন এমনটা হচ্ছে তাও খুঁজে বের করাটা প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে বারবার ইনফেকশন হওয়ার পিছনে কতগুলি কারণ থাকতে পারে। সেগুলি হল –
- শারীরিক গঠনগত সমস্যা – এমনিতেই মহিলাদের মূত্রনালির দৈর্ঘ্য ছোট হওয়ায় ব্যাকটেরিয়া সহজেই প্রবেশ করতে পারে। আবার কিছু শারীরিক সমস্যা, যেমন কিডনি বা মূত্রনালির থলিতে পাথর, ইউটেরাইন প্রলাপস বা জরায়ু বের হয়ে এসে মূত্রনালিতে চাপ পরে, ব্লাডার ফিস্টুলা—এই কারণগুলো রেকারেন্ট ইনফেকশনের জন্য দায়ী হতে পারে।
- প্রস্রাব আটকে রাখা – দীর্ঘ সময় প্রস্রাব আটকে থাকলে ব্যাকটেরিয়া সংক্রমণের সুযোগ পায়। ডায়াবেটিক নিউরোপ্যাথি, ছেলেদের প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়া, প্রস্টেট ক্যানসার ও কিছু নিউরোলজিক্যাল কারণেও এমন হয়।
- হরমোনের তারতম্য – মেনোপজের পর ইস্ট্রোজেন হরমোন কমে যাওয়ার কারণে সংক্রমণের ঝুঁকি বাড়ে। আবার অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে মূত্রে সুগার বেড়ে গেলে সহজেই ব্যাকটেরিয়ায় সংক্রমিত হতে পারে।
- ফরেন পার্টিকেল – দীর্ঘদিন মূত্রনালিতে ফরেন পার্টিকেল, যেমন ক্যাথেটার, যেকোনো ধরনের স্টেন্ট, টিউব ব্যাকটেরিয়ার বৃদ্ধি অনেক বাড়িয়ে দেয়।
- যৌন সম্পর্ক – সহবাসের কারণে মেয়েদের মূত্রনালিতে মাইক্রোট্রমা বা ছোট ছোট ক্ষত হয়, আবার সহবাসের সময় ব্যবহৃত কিছু জেল মূত্রনালির ভালো ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, ফলে বারবার ইনফেকশন হয়। আবার কিছু জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি, যেমন আইইউডি বা ডিভাইস ব্যাবহার, স্পার্মিসিডাল জেল বা লিকুইড ব্যবহার ইউরিন ইনফেকশন করে।
- অপরিচ্ছন্নতা ও জল কম খাওয়া – মূত্রনালি সঠিকভাবে পরিষ্কার না করা, অপরিচ্ছন্ন কাপড় পরা ইনফেকশনের ঝুঁকি বাড়ায়। যাঁরা দিনে এক লিটার বা এর চেয়ে কম জল খান, তাঁদের বারবার ইউটিআই হওয়ার ঝুঁকি থাকে।

আপনার প্রেমিকের জীবনে কি একাধিক মহিলা আছেন? বলে দেবে তাঁর শরীরের কোথায় আছে তিল

৮ ঘন্টা ঘুম কেন জরুরি? নাহলে কী ক্ষতি হয় জানেন?

আপনার আধার কার্ড কেউ অপব্যবহার করছে না তো? কী ভাবে বুঝবেন?

মোবাইল ফোন কখন ব্যবহার করা অনুচিত? প্রেমানন্দ মহারাজ বললেন...

পৃথিবী ধ্বংস হবে কীভাবে? প্রেমানন্দ মহারাজ বললেন...

আজ প্রেমিকার সঙ্গে কোন রঙের পোশাক পরে বেরোলে ফেলতে পারবে না আপনার কথা?