Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Health Insurance: বারবার বাতিল Mediclaim, অজান্তেই এই ভুলগুলো করে ফেলছেন না তো?

Health Insurance: জানেন কি কোন ফর্মুলায় চললে, কোন ভাবেই আপনার মেডিক্লেইমে বাধ টানতে পারবে না এই বিমা সংস্থাগুলি?

Health Insurance: বারবার বাতিল Mediclaim, অজান্তেই এই ভুলগুলো করে ফেলছেন না তো?
প্রতীকী ছবিImage Credit source: Getty Image
Follow Us:
| Updated on: Mar 28, 2025 | 2:59 PM

কলকাতা: হাসপাতালের লম্বা বিল। তা দেখে চোখ কপালে ওঠা খুব স্বাভাবিক। দিন প্রতিদিন এমন অভিজ্ঞতার শিকার প্রায় প্রতিটা রোগীর পরিবারই হয়ে থাকেন। এমন পরিস্থিতিতে লম্বা বিলের খরচ মেটাতে দ্বারস্থ হন নির্দিষ্ট স্বাস্থ্য বিমা কোম্পানির কাছে। কিন্তু দেখা গিয়েছে, মাঝে মধ্যেই রোগীদের মেডিক্লেইম বাতিল করে দেয় তারা।

জানেন কি কোন ফর্মুলায় চললে, কোন ভাবেই আপনার মেডিক্লেইমে বাধ টানতে পারবে না এই বিমা সংস্থাগুলি?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মেডিক্লেইম বাতিল হওয়ার অন্যতম কারণই হল, রোগীর রোগের ইতিহাস গোপন করা। অর্থাৎ সেই স্বাস্থ্যবিমাটি নেওয়ার আগেও কখনও রোগী কোনও ব্যাধীতে ভুগেছেন কিনা তা না জানানো। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে রোগীদের স্বাস্থ্যবিমা বাতিল করে সংস্থাগুলি।

পলিসিতে কী কী লেখা রয়েছে, তা ভাল করে নজর দেওয়া

বিশেষজ্ঞরা বলছেন, অনেক সময়ই পলিসি হোল্ডাররা নিজেদের কেনা বিমা পলিসি ঠিক করে খতিয়ে দেখেন না। যার জেরে বিমা সংস্থাগুলি তাতে এমন কিছু শর্ত জুড়ে দেন, যার জেরে পরবর্তীতে গ্রাহকদেরই বিপদে পড়তে হয়। যেমন দেখা গিয়েছে, হার্নিয়া, চোখের ছানি, হাঁটুতে অস্ত্রপচারের ক্ষেত্রে বেশির ভাগ সময়ই মেডিক্লেইম বাতিল হয়। নিয়ম অনুযায়ী, পলিসি নেওয়ার অন্তত দুই-তিন বছর পর সেই অপারেশন করিয়ে টাকা আপনি ক্লেইম করতে পারবে একজন গ্রাহক। কিন্তু তাড়াহুড়োয় অনেকেই তা মানতে ভুলে যান।

সব বিমায় নেই, সব রোগের ওষুধ

অনেক সময়ই দেখা গিয়েছে, রোগী স্বাস্থ্যবিমা করেছেন ঠিকই। কিন্তু তিনি হয়তো যে রোগের চিকিৎসা করাতে সেই বিমাটি করেছিলেন, তা ওই বিমার পলিসিতে উল্লেখ নেই। তাই খেয়াল রাখতে হবে এই দিকটাও।