Marriage Court Case: প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে ও সহবাস ধর্ষণের সমান: পর্যবেক্ষণ আদালতের
Marriage Court Case: তাঁর অভিযোগ, বৈবাহিক সম্পর্কের প্রসঙ্গে স্বামী তথ্য গোপন করে তাঁর সঙ্গে প্রতারণা করেছে। এমনকি, এই প্রতারণা ও বিবাহ বাতিলের মামলার ভিত্তিতে ১ কোটি টাকা খোরপোশও দাবি করেন দ্বিতীয় স্ত্রী। কিন্তু তার সেই মামলা নিম্ন আদালত খারিজ করলে, তেলেঙ্গনা হাইকোর্টে গিয়ে দ্বারস্থ হন তিনি ।

হায়দরাবাদ: প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের না করে দ্বিতীয় বিয়ে কি সম্ভব? সম্প্রতি তেলেঙ্গানা হাই কোর্টে উঠল এমনই প্রশ্ন। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ও বিচারপতি বিআর মধুসূদন রাওয়ের ডিভিশন বেঞ্চে ছিল এই শুনানি। সেখানেই একটি বিবাহবিচ্ছেদের মামলায় আদালতের পর্যবেক্ষণ, প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ না করে দ্বিতীয় বিয়ে অবৈধ। এমনকি, সেক্ষেত্রে দ্বিতীয় স্ত্রীয়ের সঙ্গে সহবাস ধর্ষণের সমান।
প্রথম বিয়ে থাকাকালীনই দ্বিতীয়বার বিয়ে করেছিলেন ব্যক্তি। তাই স্বামীর বিরুদ্ধে প্রথম বিয়ে গোপন রাখার অভিযোগ তুলে তাদের বিয়ে বাতিল করার জন্য তেলেঙ্গানা পারিবারিক আদালতে দ্বারস্থ হন দ্বিতীয় স্ত্রী। তাঁর অভিযোগ, বৈবাহিক সম্পর্কের প্রসঙ্গে স্বামী তথ্য গোপন করে তাঁর সঙ্গে প্রতারণা করেছে। এমনকি, এই প্রতারণা ও বিবাহ বাতিলের মামলার ভিত্তিতে ১ কোটি টাকা খোরপোশও দাবি করেন দ্বিতীয় স্ত্রী। কিন্তু তার সেই মামলা নিম্ন আদালত খারিজ করলে, তেলেঙ্গনা হাইকোর্টে গিয়ে দ্বারস্থ হন তিনি ।
এই ঘটনায় স্বামী জানান, তার প্রথম স্ত্রী ১৪ বছর ধরে কোমায় রয়েছে। তাই প্রথম স্ত্রীয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের কোনও প্রমাণ দেখাতে পারেননি তিনি। তার আরও দাবি, প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদটা সামাজিক নিয়মে তার বাবা-মায়ের সম্মতিতেই হয়েছিল। কিন্তু এই ঘটনার কোনও সাক্ষ্য প্রমাণ নেই।
দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালতের পর্যবেক্ষণ, প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের কোনও সাক্ষ্য প্রমাণ ওই ব্যক্তি আদালতে জমা দেননি। অন্য দিকে, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের সময়ে স্বামী নিজের আগের বৈবাহিক সম্পর্ক সম্বন্ধে সম্পূর্ণ ভাবে অবগত ছিলেন। কিন্তু তার এই সামাজিক বিবাহবিচ্ছেদ সম্পর্কে সে দ্বিতীয় স্ত্রীকে কিছু জানায়নি। এই অবস্থায় এটি একটি মিথ্যা বিয়ের অছিলায় দ্বিতীয় স্ত্রীকে ধর্ষণের মামলায় শামিল হচ্ছে।





