Donald Trump, Indian Equity Market: ঘাতক ট্রাম্পই, শুল্ক ‘যুদ্ধে’র কারণে শুক্রবারই রক্তাক্ত ভারতের বাজার!
Nifty 50-Sensex: ৩৪৫ পয়েন্ট পড়েছে ভারতের বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০। ৯৩০ পয়েন্ট পড়েছে ভারতের আর এক বেঞ্চমার্ক সূচক বিএসই সেনসেক্স।
আজ ৩৪৫ পয়েন্ট পড়েছে ভারতের বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০। ৯৩০ পয়েন্ট পড়েছে ভারতের আর এক বেঞ্চমার্ক সূচক বিএসই সেনসেক্স।
এ ছাড়াও ১,৬৩৫ পয়েন্ট পড়েছে নিফটি নেক্সট ৫০। ১,৫১৬ পয়েন্ট পড়েছে নিফটি মিডক্যাপ ১০০। ১,৬২৬ পয়েন্ট পড়েছে বিএসই স্মলক্যাপ সূচক ও ১,২৪৫ পয়েন্ট পড়েছে নিফটি আইটি সূচক।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।