Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SmallCap Stocks: ভবিষ্যতে বিরাট এগিয়ে যাওয়ার আশা, স্মলক্যাপে বাজি হতে পারে এই সেক্টরগুলোই!

SmallCap Stocks: ভবিষ্যতে বিরাট এগিয়ে যাওয়ার আশা, স্মলক্যাপে বাজি হতে পারে এই সেক্টরগুলোই!

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Apr 03, 2025 | 11:16 PM

Stock Market: পরিবহন ও নগরোন্নয়োনের মতো বিষয়গুলো অর্থনৈতিক বৃদ্ধিকে আরও তরান্বিত করছে। এ ছাড়াও দেশের বাড়ছে মধ্যবিত্তের সংখ্যা। আর তাদের ক্রয় ক্ষমতা বাড়ায় তার সরাসরি প্রভাব পড়ছে দেশের অর্থনীতি ও দেশের জিডিপিতে।

আমাদের দেশ ভারত বর্তমানে অর্থনৈতিক দিক দিয়ে একটা গুরুত্বপূর্ণ অবস্থায় রয়েছে। একটা অর্থনৈতিক সম্প্রসারণ দেখতে পাচ্ছি আমরা। হু হু করে বাড়ছে দেশের জিডিপি। আর সেই সঙ্গে সরকারের বিভিন্ন প্রকল্পও ভারতের শিল্পায়ন, পরিকাঠামো উন্নয়ন ও ডিজিটাল দুনিয়ায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায় হচ্ছে। ‘মেক ইন ইন্ডিয়া’ ও পিএলআই স্কিমের কথা এক্ষেত্রে না বললেই নয়।

এ ছাড়াও, পরিবহন ও নগরোন্নয়োনের মতো বিষয়গুলো অর্থনৈতিক বৃদ্ধিকে আরও তরান্বিত করছে। এ ছাড়াও দেশের বাড়ছে মধ্যবিত্তের সংখ্যা। আর তাদের ক্রয় ক্ষমতা বাড়ায় তার সরাসরি প্রভাব পড়ছে দেশের অর্থনীতি ও দেশের জিডিপিতে।

এমন অবস্থায়, পথচলা শুরু করছে অনেক নয়া সংস্থা। শুরু হচ্ছে অনেক স্টার্ট-আপ। ফলে, আগের তুলনায় বর্তমান ভারতে এই ধরণের সংস্থা, যারা মাইক্রো ও স্মলক্যাপ সেক্টরের মধ্য পড়ে, তাদের বৃদ্ধির সম্ভাবনা অনেকাংশেই বেশি। তবে এমন কিছু সেক্টর রয়েছে যেখানে যে কোনও সংস্থার ভবিষ্যতে গ্রো করার অনেকটা জায়গা রয়েছে।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।