Kolkata Electric Scooter: জ্যাম কাটিয়ে বাসের চেয়েও কম খরচে বাইকে চেপে অফিস, সময় বাঁচাবে ইলেকট্রিক বাইক!
EV: কলকাতার মতো শহরে একটা ইভি কিনলে ও দৈনিক ৩০ কিলোমিটার যাতায়াত করলে মাসিক ১ হাজার ১০০ টাকা সঞ্চয় হয়। অর্থাৎ, বাৎসরিক ১৩ হাজার ২০০ টাকা।
যে মানুষটা রোজ বাসে করে অফিস যাওয়া আসা করে তার জন্য একটা ইলেকট্রিক বাইক কি আদৌ সঠিক চয়েস? তথ্য বলছে, কলকাতার মতো শহরে একটানা ৩০ কিলোমিটার বাসে যেতে খরচ হয় ৩০ থেকে ৩৫ টাকা। আর যাতায়াত মিলিয়ে যখন ৩০ কিলোমিটার হয় তখন খরচ দাঁড়ায় ৪০ থেকে ৪৫ টাকা। আর কোনও ইলেকট্রিক বাইকে এই দূরত্ব যেতে খরচ হয় মাত্র ৭ থেকে ৮ টাকা।
বর্তমান কলকাতায় যানজট ক্রমাগত বাড়ছে। তথ্য বলছে, দেশের সবচেয়ে বেশি জ্যাম হয় কলকাতাতেই। ফলে কলকাতার মতো শহরে একটা ইভি কিনলে ও দৈনিক ৩০ কিলোমিটার যাতায়াত করলে মাসিক ১ হাজার ১০০ টাকা সঞ্চয় হয়। অর্থাৎ, বাৎসরিক ১৩ হাজার ২০০ টাকা।