সফল মিসাইল পরীক্ষা ভারতের, ভয়ে কাঁপছে Pakistan, Bangladesh!
Pakistan, Bangladesh: এ ছাড়াও বঙ্গোপসাগরে সাবমেরিন থেকে সফল উৎক্ষেপণ হল কে-৪ গোত্রের ব্যালিস্টিক মিসাইলের। নতুন এই ব্যালিস্টিক মিসাইল বহন করতে পারে পরমাণু ওয়ারহেডও। জানা গিয়েছে, সাবমেরিন থেকে উৎক্ষেপিত হলেও ৩ হাজার ৪০০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে পারে নতুন এই মিসাইল।
একদিকে পাকিস্তান আর অন্য দিকে বাংলাদেশ। দুই দেশের বাগাড়ম্বরের মধ্যেই এবার নতুন সাফল্য ভারতের। বঙ্গোপসাগরে জোড়া মিসাইল পরীক্ষা সফল করল তারা। নতুন প্রজন্মের আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমের সফল পরীক্ষা। এই মিসাইল ব্যবহৃত হবে ভারতের আকাশ সুরক্ষায়। এ ছাড়াও বঙ্গোপসাগরে সাবমেরিন থেকে সফল উৎক্ষেপণ হল কে-৪ গোত্রের ব্যালিস্টিক মিসাইলের।
নতুন এই ব্যালিস্টিক মিসাইল বহন করতে পারে পরমাণু ওয়ারহেডও। জানা গিয়েছে, সাবমেরিন থেকে উৎক্ষেপিত হলেও ৩ হাজার ৪০০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে পারে নতুন এই মিসাইল। আর এই মিসাইলের সফল উৎক্ষেপণ হওয়ার পর ভয়ে কাঁপছে ভারতের দুই প্রতিবেশী, বাংলাদেশ ও পাকিস্তান।
Published on: Dec 24, 2025 01:29 PM

