Stock Market: হাতে বিরাট অর্ডার বুক, আপনাকে মালামাল করতে পারে এই সব শেয়ার!
Stock Market: ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আরও ২০ হাজার ১৮১ কোটি টাকার নতুন অর্ডার পেয়েছে। যদিও এই অর্ডারের বেশিরভাগটাই বিদ্যুৎ পরিবহন ও বন্টন সংক্রান্ত।
২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম দিন কল্পতরু প্রোজেক্টসের শেয়ারের বিকিকিনি শুরু হয় ৯৭৪ টাকা ৫০ পয়সায়। এই সংস্থার মার্কেট ক্যাপ ১৬ হাজার ৬৪২ কোটি টাকা। গত ১ মাসে এই সংস্থার শেয়ারের দাম প্রায় ১১.২২ শতাংশ বেড়েছে। এই সংস্থার শেয়ার প্রতি আয় ৩০ টাকা ৭৬ পয়সা। ২০২৪-২৫-এর তৃতীয় ত্রৈমাসিকে বেড়েছে কল্পতরু প্রোজেক্টসের রেভেনিউ ও লাভ।
সংস্থার মার্কেট ক্যাপ ১৬ হাজার ৬৪২ কোটি টাকা হলেও সংস্থার হাতে এই মুহূর্তে প্রায় ৬১ হাজার ৪২৯ কোটি টাকার অর্ডার রয়েছে। তাদের হাতে থাকা ৩৮ শতাংশ অর্ডার বিদ্যুৎ পরিবহন ও বন্টন সেক্টরের। ২২ শতাংশ অর্ডার বাড়ি ও কারখানা সংক্রান্ত। সংস্থার অর্ডার বুকের ১৬ শতাংশ অর্ডার জল সংক্রান্ত। আবার ১৩ শতাংশ অর্ডার তেল ও গ্যাসের পাইপলাইন সেক্টর সংক্রান্ত। আর তার বাইরের অর্ডারগুলো রেলওয়ে ও নগরোন্নয়ন সেক্টরের।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।