‘বাংলায় যেটা ‘আ’ হয় ইংরেজিতে সেটা AA হয়’, কেন বানান শেখালেন মমতা
মমতার দাবি, বিয়ের পর পদবী বদল হয়েছে, এমন মহিলাদেরও নাম বাদ যাচ্ছে। আবার কোনও কোনও ক্ষেত্রে নামের বানানে সামান্য ভুলেও নাম বাদ দেওয়া হচ্ছে বলে দাবি করেন মমতা। সেই প্রসঙ্গেই তিনি বলেন বাংলা আর ইংরেজি বানানের কী তফাৎ। বাংলায় কেন ইংরেজিতে লেখা ফর্ম বিলি করা হল, সেই প্রশ্নও তুলেছেন মমতা।
এসআইআর প্রক্রিয়া নিয়ে বরাবরই আসন্তোষের কথা জনিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফর্ম জমা নেওয়ার পর এবার শুনানির ডাক আসতে শুরু করেছে। আর সেই শুনানি নিয়েও ক্ষোভ প্রকাশ করলেন মমতা। তাঁর দাবি, বিয়ের পর পদবী বদল হয়েছে, এমন মহিলাদেরও নাম বাদ যাচ্ছে। আবার কোনও কোনও ক্ষেত্রে নামের বানানে সামান্য ভুলেও নাম বাদ দেওয়া হচ্ছে বলে দাবি করেন মমতা। সেই প্রসঙ্গেই তিনি বলেন বাংলা আর ইংরেজি বানানের কী তফাৎ। বাংলায় কেন ইংরেজিতে লেখা ফর্ম বিলি করা হল, সেই প্রশ্নও তুলেছেন মমতা।
Published on: Dec 22, 2025 07:49 PM
Latest Videos

