নৈরাজ্যের বাংলাদেশে শুটআউট―হাদির পর NCP নেতার মাথায় গুলি!
বাংলাদেশের সাংবাদমাধ্যম প্রথম আলোকে এনসিপির খুলনার এক সংগঠক সাইফ নেওয়াজ জানিয়েছেন, মোতালেব শিকদার এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় আহ্বায়ক। কিছুদিনের মধ্যে খুলনায় দলের একটি বিভাগীয় শ্রমিক সমাবেশ হওয়ার কথা ছিল।
ঢাকা: বাংলাদেশে আবার চলল গুলি। আবার এক নেতাকে গুলি। ওসমান হাদির পর এবার জাতীয় নাগরিক পার্টি (NCP)-র শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মহম্মদ মোতালেব শিকদারকে লক্ষ্য করে গুলি চলে। সূত্রের খবর, হাদির মতো মোতালেব শিকদারের মাথাতেও গুলি করা হয়েছে। জানা গিয়েছে, আজ, সোমবার সকাল ১১টা ৪৫ মিনিট নাগাদ খুলনায় সোনাডাঙ্গা এলাকার একটি বাড়িতে গিয়েছিলেন মোতালেব শিকদার। তখনই তাঁকে গুলি করা হয়। বাংলাদেশের সাংবাদমাধ্যম প্রথম আলোকে এনসিপির খুলনার এক সংগঠক সাইফ নেওয়াজ জানিয়েছেন, মোতালেব শিকদার এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় আহ্বায়ক। কিছুদিনের মধ্যে খুলনায় দলের একটি বিভাগীয় শ্রমিক সমাবেশ হওয়ার কথা ছিল। সেটা নিয়ে তিনি কাজ করছিলেন। দুষ্কৃতিরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

