দিল্লিতে বাংলাদেশি দূতাবাসের সামনে বিক্ষোভকে ঢাল করার চেষ্টা
দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সামনে কয়েক জন বিক্ষোভ দেখান। সেই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের প্রথম সারির একাংশ সংবাদপত্রে খবর পরিবেশন করে। সেটা প্রচার করার দায়িত্ব নিয়েছেন সেখানকার সরকারি অফিসাররাই।
ঢাকা: বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসকে পুড়িয়ে খুনের অভিযোগ। দীপু দাস খুনে ইউনূসকে কড়া বার্তা দিল ভারত। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলায় গভীর উদ্বেগপ্রকাশ করেছে ভারতের বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, ‘দীপু হত্যাকাণ্ডের অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।’ গতকাল দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সামনে কয়েক জন বিক্ষোভ দেখান। সেই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের প্রথম সারির একাংশ সংবাদপত্রে খবর পরিবেশন করে। সেটা প্রচার করার দায়িত্ব নিয়েছেন সেখানকার সরকারি অফিসাররাই। ইউনূস প্রশাসনের তরফ থেকে বিভিন্ন ভাবে সেই খবরকে প্রচার করা হচ্ছে, দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সামনে শুধু বিক্ষোভ হয়নি, বাংলাদেশের হাই কমিশনারকে দিল্লির মাটিতে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

