ইন্ডোরের মমতার সভার মাঝে হইহই করে উঠলেন BLA-রা, কেন?
শহর কলকাতা ও জেলা মিলিয়ে ৪০টিরও বেশি বিধানসভা থেকে এসেছিলেন বিএলএ ১ এবং বিএলএ ২-রা। সেই সভাতেই হল মাইক বিভ্রাট। ক্ষণিকের জন্য় থেমে যেতে হল তৃণমূল সুপ্রিমোকে। ক্ষোভের ছুরি পড়ল দলের নেতা, পুলিশ এবং ইন্ডোর পরিচালনাকারীদের উপর।
কলকাতা: আচমকাই হইহই করে উঠলেন বিএলএ-রা। মুখ্য়মন্ত্রী বললেন, ‘কী শোনা যাচ্ছে না? আমি এতক্ষণ যা বললাম, আপনারা তা হলে কিছু শুনতে পাননি?’ সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসআইআর-এর কাজে দলের কর্মরত বিএলএ-দের তলব করেছিলেন তৃণমূল সুপ্রিমো। শহর কলকাতা ও জেলা মিলিয়ে ৪০টিরও বেশি বিধানসভা থেকে এসেছিলেন বিএলএ ১ এবং বিএলএ ২-রা। সেই সভাতেই হল মাইক বিভ্রাট। ক্ষণিকের জন্য় থেমে যেতে হল তৃণমূল সুপ্রিমোকে। ক্ষোভের ছুরি পড়ল দলের নেতা, পুলিশ এবং ইন্ডোর পরিচালনাকারীদের উপর।

