নতুন দলের লোগোর কী কী অপশন রেখেছেন হুমায়ুন?
২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৈরি হয়েছিল নওশাদ সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ। জিতে বিধায়কও হন নওশাদ। এবার ২০২৬-র নির্বাচনের আগে হুমায়ুন কবীরের দল। আজ, সোমবার দুপুর একটায় মির্জাপুরে মোড়ে জনসভা থেকে নতুন দলের ঘোষণা করবেন হুমায়ুন।
মুর্শিদাবাদ: রাজ্য রাজনীতিতে আরও এক নতুন দলের প্রবেশ। ২০২৬-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগেই নতুন দল ঘোষণা করেছেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। আজ, সোমবার (২২ ডিসেম্বর) তাঁর নতুন দল ঘোষণা করার কথা। তার আগেই জানা গেল তাঁর দলের নাম। সূত্রের খবর, হুমায়ুন কবীরের নতুন দলের নাম “জনতা উন্নয়ন পার্টি”। মির্জাপুর থেকে নতুন দলের ঘোষণা করা হবে। বঙ্গ রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৈরি হয়েছিল নওশাদ সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ। জিতে বিধায়কও হন নওশাদ। এবার ২০২৬-র নির্বাচনের আগে হুমায়ুন কবীরের দল। আজ, সোমবার দুপুর একটায় মির্জাপুরে মোড়ে জনসভা থেকে নতুন দলের ঘোষণা করবেন হুমায়ুন। জনতা উন্নয়ন পার্টি নাম হতে পারে তাঁর দলের।

