SIR Draft List: কেন আপনার নাম কাটা গেল খসড়া তালিকা থেকে? কীভাবে জানবেন?
SIR 2025 Draft List: কমিশন সূত্রে খবর যাঁদের নাম ড্রাফট তালিকায় রয়েছে তাঁদের যদি কমিশন সন্দেহ করে, তাহলেই তাঁদের ডেকে পাঠাবে হিয়ারিংয়ের জন্য। আর সেই ব্যক্তিদের ঠিক কোন তথ্যের গরমিলের জন্য বা কোন কারণে সন্দেহের জন্য ডেকে পাঠানো হবে, তা কমিশন আদৌ জানাবে কি না সেই বিষয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই।
ড্রাফট লিস্টে নাম যাঁদের নেই, তাঁদের জন্য আলাদা একটা লিস্ট তৈরি করেছে ইলেকশন কমিশন। আর এই তালিকায় যাঁদের নাম রয়েছে তাদের নামের পাশে লেখা রয়েছে কেন তাদের নাম নেই ড্রাফট লিস্টে। কারও কারণ যেমন মৃত, কারও ক্ষেত্রে অন্যত্র স্থানান্তরিত। আবার কারও ক্ষেত্রে লেখা খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এই তালিকার বাইরে, অর্থাৎ ড্রাফট লিস্টে যাঁদের নাম রয়েছে, তাঁদের ক্ষেত্রে কী হবে?
কমিশন সূত্রে খবর যাঁদের নাম ড্রাফট তালিকায় রয়েছে তাঁদের যদি কমিশন সন্দেহ করে, তাহলেই তাঁদের ডেকে পাঠাবে হিয়ারিংয়ের জন্য। আর সেই ব্যক্তিদের ঠিক কোন তথ্যের গরমিলের জন্য বা কোন কারণে সন্দেহের জন্য ডেকে পাঠানো হবে, তা কমিশন আদৌ জানাবে কি না সেই বিষয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই।

