AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR, Voter List: হিয়ারিংয়ে গিয়ে আপনাকে কী করতে হবে?

SIR, Voter List: হিয়ারিংয়ে গিয়ে আপনাকে কী করতে হবে?

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Dec 22, 2025 | 12:14 PM

Share

SIR 2025 Draft List: হিয়ারিংয়ে গিয়ে আপনি কী করবেন? আসলে আপনাকে কেন ডাকা হয়েছে, সেই কারণ আপনাকে জানাবে আপনার এলাকার ইআরও বা এইআরও। অর্থাৎ, আপনার ঠিক কোন তথ্য দেখে সন্দেহ জন্মেছে কমিশনের, সেই বিষয়েই জানতে চাইবে তারা। তারপর দেখতে চাইবে আপনার বৈধ নথিও।

আপনাকে নোটিস দিয়ে বা আপনার মোবাইলে মেসেজ করে ইলেকশন কমিশন জানাবে যে আপনাকে হিয়ারিংয়ে যেতে হবে। নির্বাচন কমিশনের সেই নোটিস নিয়ে আপনার বাড়িতে দিয়ে যাবে আপনার বিএলও। কিন্তু হিয়ারিং কোথায় হবে? জানা গিয়েছে, আপনার জেলার মধ্যেই কোনও সরকারি অফিসে হবে এই হিয়ারিং। হয়তও জেলা শাসকের অফিসে, বা আপনার মহকুমা শাসকের অফিসে হবে হিয়ারিং। কিন্তু এই হিয়ারিংয়ে গিয়ে আপনি কী করবেন? আসলে আপনাকে কেন ডাকা হয়েছে, সেই কারণ আপনাকে জানাবে আপনার এলাকার ইআরও বা এইআরও। অর্থাৎ, আপনার ঠিক কোন তথ্য দেখে সন্দেহ জন্মেছে কমিশনের, সেই বিষয়েই জানতে চাইবে তারা। তারপর দেখতে চাইবে আপনার বৈধ নথিও।

Published on: Dec 22, 2025 12:14 PM