বেসরকারি স্কুলে গান গাইতে গিয়ে ‘হেনস্থা’ লগ্নজিতাকে, পরিচালক শুভ্রজিত মিত্র বললেন…
লগ্নজিতা বললেন, "প্রথম তিনটে গানের পর ঠিক ভাবে আমার সম্বর্ধনাও সম্পন্ন হয় । ৭:৪৫ নাগাদ আমার গানের লিস্টের সপ্তম গান গাওয়া শেষ হয় এবং অষ্টম গানে যাওয়ার আগে যেরকম পরবর্তী গানে যাওয়ার আগে যে কোনও শিল্পী কথা বলেন সেরকম আমি কথা বলছিলাম।"
কলকাতা: ২০ তারিখ পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এলাকায় স্টেজ শো করতে গিয়েছিলেন গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। সেখানে ঝামেলা বেঁধে গিয়েছিল। এক ব্যক্তি লগ্নজিতাকে ‘সেকুলার গান’ গাওয়ার দাবিতে প্রায় মারতে আসেন বলে গায়িকার দাবি। TV9 বাংলাকে লগ্নজিতা জানালেন, ”গতকাল আমার পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এলাকার সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শুরু হয় সাতটায়। ৭টা থেকে ৭:৪৫ নির্বিঘ্নে অনুষ্ঠান চলে। প্রথম তিনটে গানের পর ঠিক ভাবে আমার সম্বর্ধনাও সম্পন্ন হয় । ৭:৪৫ নাগাদ আমার গানের লিস্টের সপ্তম গান গাওয়া শেষ হয় এবং অষ্টম গানে যাওয়ার আগে যেরকম পরবর্তী গানে যাওয়ার আগে যে কোনও শিল্পী কথা বলেন সেরকম আমি কথা বলছিলাম। যে সপ্তম গানটি আমি গাওয়া শেষ করেছিলাম সেটি ছিল বিগত দুর্গাপুজোয় মুক্তি পাওয়া ‘দেবী চৌধুরাণী’ ছবির গান ‘জাগো মা’।”

