AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lagnajita Chakraborty: 'আমার ঠোঁটের কাছে চলে আসে...', গান গাইতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে লগ্নজিতা

Lagnajita Chakraborty: ‘আমার ঠোঁটের কাছে চলে আসে…’, গান গাইতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে লগ্নজিতা

Sucharita De

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Updated on: Dec 21, 2025 | 3:38 PM

Share

Lagnajita Chakraborty: সঙ্গীতশিল্পী লগ্নজিতাককে গান গাইতে 'বাধা', হেনস্থার অভিযোগ। 'জাগো মা' গান গাওয়ার পরই লগ্নজিতাকে মারধরের চেষ্টা! ২০ তারিখ পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এলাকায় স্টেজ শো করতে গিয়েছিলেন গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। সেখানে ঝামেলা বেঁধে গিয়েছিল। এক ব্যক্তি লগ্নজিতাকে ‘সেকুলার গান’ গাওয়ার দাবিতে প্রায় মারতে আসেন বলে গায়িকার দাবি।

সঙ্গীতশিল্পী লগ্নজিতাককে গান গাইতে ‘বাধা’, হেনস্থার অভিযোগ। ‘জাগো মা’ গান গাওয়ার পরই লগ্নজিতাকে মারধরের চেষ্টা! ২০ তারিখ পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এলাকায় স্টেজ শো করতে গিয়েছিলেন গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। সেখানে ঝামেলা বেঁধে গিয়েছিল। এক ব্যক্তি লগ্নজিতাকে ‘সেকুলার গান’ গাওয়ার দাবিতে প্রায় মারতে আসেন বলে গায়িকার দাবি। TV9 বাংলাকে লগ্নজিতা বলেন, অষ্টম গানে যাওয়ার আগে অডিয়েন্সের সঙ্গে কথা বলছিলাম। উনি হঠাৎ দৌড়ে মঞ্চে আসেন এবং প্রায় আমার ঠোঁটের কাছে অবধি যখন চলে আসেন, তখন ২-৩ জন এসে ওঁকে থামান, আমি জানি না কে তাঁরা। যদিও উনি আমায় মারতে উঠেছিলেন, বাধা দেওয়ার কারণে উনি সেটা পারেন না। আমার হাতে মাইক্রোফোন ছিল, আমি দর্শকদের সঙ্গে কথা বলছিলাম, উনি যখন মারতে পারেননি, এবং ওঁকে যখন সবাই ধরে মঞ্চ থেকে নামাচ্ছেন, তখন উনি চিৎকার করে বলেন যে ‘অনেক জাগো মা হয়েছে, এবার একটু সেকুলার গা!’ ওঁর এই কথা মাইক্রোফোন এর বাইরেও শোনা গিয়েছেসকলেই চিৎকার শুনতে পেয়েছেন।”

Published on: Dec 21, 2025 03:38 PM