AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RSS আর BJP কি এক? স্পষ্ট করে দিলেন মোহন ভাগবত

RSS আর BJP কি এক? স্পষ্ট করে দিলেন মোহন ভাগবত

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Dec 21, 2025 | 3:21 PM

Share

Mohan Bhagwat: মোহন ভাগবত বলেন, “রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রতিষ্ঠা কেন হয়েছিল, তা অনেকে জানতে চান। আমরা প্রার্থনার শেষে বলি, ভারত মাতা কি জয়। আমরা চাই ভারত বিশ্বগুরু হোক। ভারত এক স্বভাব, পরম্পরার নাম। তাই সমাজ তৈরির কাজ করে সঙ্ঘ।"

আরএসএসের ১০০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান হল কলকাতায়। রবিবার সেমিনারের আয়োজন করা হয় সায়েন্স সিটি অডিটোরিয়ামে। সেখান থেকে এ দিন মোহন ভাগবত বলেন, “রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রতিষ্ঠা কেন হয়েছিল, তা অনেকে জানতে চান। আমরা প্রার্থনার শেষে বলি, ভারত মাতা কি জয়। আমরা চাই ভারত বিশ্বগুরু হোক। ভারত এক স্বভাব, পরম্পরার নাম। তাই সমাজ তৈরির কাজ করে সঙ্ঘ। কোনও পরিস্থিতির প্রতিক্রিয়ায় তৈরি নয়। না কারোর প্রতি বিরোধ নিয়ে চলে। এই সঙ্ঘ হিন্দু সমাজের উন্নতির জন্য তৈরি, তার কাজ করে। সঙ্ঘে অনেক বিজেপি নেতা আছেন, তাই বলে আরএসএসের সঙ্গে বিজেপিকে গুলিয়ে ফেলা ভুল।”

Published on: Dec 21, 2025 03:21 PM