CAA শংসাপত্র পাবেন মতুয়ারা? প্রধানমন্ত্রী মোদী দিলেন বড় আশ্বাস…
PM Narendra Modi: এসআইআর নিয়ে চিন্তায় মতুয়ারা। নাম নেই খসড়া তালিকায়। ভোটার কার্ড বাতিল হয়ে যাবে? নাগরিকত্ব কি আর পাবেন না? হাজারো প্রশ্ন তাদের মনে। সিএএ সার্টিফিকেট কারা পাবেন, তা নিয়েও রয়েছে সংশয়। এই সবকিছুরই জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এসআইআর নিয়ে চিন্তায় মতুয়ারা। নাম নেই খসড়া তালিকায়। ভোটার কার্ড বাতিল হয়ে যাবে? নাগরিকত্ব কি আর পাবেন না? হাজারো প্রশ্ন তাদের মনে। সিএএ সার্টিফিকেট কারা পাবেন, তা নিয়েও রয়েছে সংশয়। এই সবকিছুরই জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নদিয়ার তাহেরপুরের সভায় গিয়ে বক্তব্য রাখতে পারেননি। এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন, “প্রত্যেক মতুয়া ও নমঃশূদ্র পরিবারকে পরিষেবা দেওয়ার আশ্বাস দিচ্ছি। তৃণমূলের দয়ায় ওরা বেঁচে নেই। ভারতে সম্মানের সঙ্গে বসবাস করার পূর্ণ অধিকার রয়েছে। তার জন্য নাগরিকত্ব আইনকে ধন্যবাদ। পশ্চিমবঙ্গে বিজেপি শপথ নিলে আরও বেশি পরিষেবা পাবেন মতুয়া ও নমঃশূদ্ররা।”
