মোদীর মুখে ‘নিতাই’, ‘হরিনাম’, কী বললেন প্রধানমন্ত্রী
‘জয় নিতাই’ বলে বক্তব্য শুরু করার পর এদিন প্রধানমন্ত্রীর মুখে মতুয়াদের কথা শোনা গেল। শুরুতেই বললেন হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের কথা। বললেন বড়মার কথাও। কিন্তু মতুয়াদের নাগরিকত্বের কী হবে! ভোটার তালিকায় তাঁরা জায়গা পাবেন কি না, সে বিষয়টি উল্লেখ করেননি তিনি।
প্রধানমন্ত্রী অডিয়ো বার্তা শুরু করার পর উল্লেখ করেন, হরিনাম সংকীর্তন ও তাতে মতুয়াদের অবদানের কথা। মোদীর মুখে শোনা যায়, ‘হরিনাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই।’ তবে মতুয়াদের নাগরিকত্বের আবেদনের বিষয় নিয়ে কোনও কথা বলেননি মোদী।
‘জয় নিতাই’ বলে বক্তব্য শুরু করার পর এদিন প্রধানমন্ত্রীর মুখে মতুয়াদের কথা শোনা গেল। শুরুতেই বললেন হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের কথা। বললেন বড়মার কথাও। কিন্তু মতুয়াদের নাগরিকত্বের কী হবে! ভোটার তালিকায় তাঁরা জায়গা পাবেন কি না, সে বিষয়টি উল্লেখ করেননি তিনি।
Latest Videos

