‘মৃত’ সোমেশ্বরকে দেখতে ভিড়! বৃদ্ধ বললেন ‘আমি শ্মশানে যাচ্ছি’
SIR: ঘটনায় যার পর নাই ক্ষুব্ধ সোমেশ্বর। দিব্যি বেঁচে আছেন। আধার আছে, প্যান কার্ড আছে, অথচ তিনি মৃত! তা কী করে হয়! তিনি বলেন, 'কমিশন আমার সংসার চালাক। আমাকে যখন মৃত বলে দিয়েছে, তখন আমি শ্মশানে যাচ্ছি।'
এসআইআর-এ বিভ্রান্তির শেষ নেই। কারও নাম বদলে যাচ্ছে তো কারও ছবি। কেউ আবার বেঁচে থেকেও মৃতের তালিকায় জায়গা করে নিচ্ছেন। ঠিক যেমন নৈহাটির সোমেশ্বর কর্মকার। তাঁর বাড়ির সামনে ভিড় জমে গিয়েছে, কারণ তাঁরা শুনেছেন সোমেশ্বর ‘মৃত’। এসআইআর-এর খসড়া তালিকা অন্তত সে কথাই বলছে।
এই ঘটনায় যার পর নাই ক্ষুব্ধ সোমেশ্বর। দিব্যি বেঁচে আছেন। আধার আছে, প্যান কার্ড আছে, অথচ তিনি মৃত! তা কী করে হয়! তিনি বলেন, ‘কমিশন আমার সংসার চালাক। আমাকে যখন মৃত বলে দিয়েছে, তখন আমি শ্মশানে যাচ্ছি।’
