‘বাংলাতে মহা জঙ্গলরাজ’, তৃণমূলকে নিশানা করে মোদী যা বললেন…
ঘন কুয়াশার জেরে নদিয়ার তাহেরপুরে নামতে পারেনি তাঁর হেলিকপ্টার। শেষে কলকাতা বিমানবন্দর থেকে ভার্চুয়ালি বিজেপি কর্মী-সমর্থকদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহেরপুরে পৌঁছে ফিরে আসতে হওয়ায় কর্মী-সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। বিজেপি কর্মীদের মৃত্যুতেও শোকপ্রকাশ করেন। ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলকে নিশানা করেন তিনি। মোদী বলেন, "পশ্চিমবঙ্গে যে জঙ্গলরাজ চলছে, তার থেকে মুক্তি পেতে হবে। তাই পশ্চিমবঙ্গে শিশুরাও বলছে বাঁচতে চাই, বিজেপি তাই। মোদী আপনাদের জন্য অনেক কিছু করতে চায়। অনেক কাজ করতে চায়। টাকাও আছে, পরিকল্পনাও আছে।” বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনার জন্য রাজ্যবাসীর কাছে আবেদনও করলেন।
ঘন কুয়াশার জেরে নদিয়ার তাহেরপুরে নামতে পারেনি তাঁর হেলিকপ্টার। শেষে কলকাতা বিমানবন্দর থেকে ভার্চুয়ালি বিজেপি কর্মী-সমর্থকদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহেরপুরে পৌঁছে ফিরে আসতে হওয়ায় কর্মী-সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। বিজেপি কর্মীদের মৃত্যুতেও শোকপ্রকাশ করেন। ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলকে নিশানা করেন তিনি। মোদী বলেন, “পশ্চিমবঙ্গে যে জঙ্গলরাজ চলছে, তার থেকে মুক্তি পেতে হবে। তাই পশ্চিমবঙ্গে শিশুরাও বলছে বাঁচতে চাই, বিজেপি তাই। মোদী আপনাদের জন্য অনেক কিছু করতে চায়। অনেক কাজ করতে চায়। টাকাও আছে, পরিকল্পনাও আছে।” বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনার জন্য রাজ্যবাসীর কাছে আবেদনও করলেন।
Latest Videos

