মমতা খাতুনের ফিল্মি প্রেমকাহিনী, তিন সন্তান, সবই ঠিক ছিল, তাই বলে শ্বশুরের ভাইকেই…!
অভিযোগ, স্ত্রীর বাবার মাসতুতো ভাইয়ের নাম নিজের বাবা হিসেবে রেখেছেন তৌসিফ। সেখানেই কেলেঙ্কারি। এসআইআর প্রক্রিয়া শুরুর পর ওই আত্মীয় দাবি করেছেন, তৌসেফের নাম কেটে দেওয়া হোক। আয়ুব আলি তৌসেফের নাম কেটে দেওয়ার দাবি জানাতেই চিন্তায় পড়েছেন তৌসেফ ও মমতা। তাঁরা যে ভুল করেছেন, তা স্বীকার করছেন। তবে এখন চাইছেন, সরকার কোনও ব্যবস্থা নিক।
জলপাইগুড়ি সদর বিধানসভার বাসিন্দা মমতা খাতুন। বছর ১৪ আগে একদিন অন্য একজনকে ফোন করতে গিয়ে ভুল নম্বরে ফোন করে ফেলেছিলেন। তখনই পরিচয় হয়েছিল তৌসিফের সঙ্গে। তারপর তাঁরা কথা বলতেন। প্রেম হয়ে যায়। প্রেমের টানে জলপাইগুড়িতে আসেন তৌসেফ। অনেক বাধা-বিপত্তি পেরিয়ে বিয়েটাও সেরে ফেলেন তাঁরা। বর্তমানে রয়েছে তিন সন্তান। কিন্তু এসআইআর শুরু হতেই ধরা পড়ে গেল সব
অভিযোগ, স্ত্রীর বাবার মাসতুতো ভাইয়ের নাম নিজের বাবা হিসেবে রেখেছেন তৌসিফ। সেখানেই কেলেঙ্কারি। এসআইআর প্রক্রিয়া শুরুর পর ওই আত্মীয় দাবি করেছেন, তৌসেফের নাম কেটে দেওয়া হোক। আয়ুব আলি তৌসেফের নাম কেটে দেওয়ার দাবি জানাতেই চিন্তায় পড়েছেন তৌসেফ ও মমতা। তাঁরা যে ভুল করেছেন, তা স্বীকার করছেন। তবে এখন চাইছেন, সরকার কোনও ব্যবস্থা নিক।
ফিল্মি প্রেমকাহিনী, তিন সন্তান, সবই ঠিক ছিল, তাই বলে স্ত্রীর কাকাকেই..
রাজ্যের শিক্ষামন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা ঠিক কতটা জানেন?
যাঁকে গ্যারান্টার বললেন, সেই গ্যারান্টি দিলেন না: কুণাল
'মৃত' সোমেশ্বরকে দেখতে ভিড়! বৃদ্ধ বললেন 'আমি শ্মশানে যাচ্ছি'

