CPIM: দলের কর্মীর সঙ্গেই সহবাস! বড় অভিযোগ, বহিষ্কার করল সিপিএম
CPIM: অভিযোগ, উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার এক মহিলা সিপিএম কর্মীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেছেন ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ রাজ্য কমিটির সদস্য হওয়ায় তাঁকে বহিষ্কারের জন্য সিপিএমের কেন্দ্রীয় কমিটির অনুমোদন প্রয়োজন ছিল।
২ দিনের রাজ্য কমিটির বৈঠক শেষে ইন্দ্রজিৎ ঘোষকে বহিষ্কার করার সিদ্ধান্ত জানান সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বৃহস্পতিবার ও শুক্রবার ধরে চলেছিল সিপিএমের রাজ্য কমিটির বৈঠক। শুক্রবার বৈঠক শেষে সেলিম জানান, কেন্দ্রীয় কমিটির অনুমোদন পাওয়ার পরই ইন্দ্রজিৎকে বহিষ্কার করা হয়েছে।
অভিযোগ, উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার এক মহিলা সিপিএম কর্মীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেছেন ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ রাজ্য কমিটির সদস্য হওয়ায় তাঁকে বহিষ্কারের জন্য সিপিএমের কেন্দ্রীয় কমিটির অনুমোদন প্রয়োজন ছিল।
দলের এমন এক নেতার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ ওঠায় অস্বস্তি বেড়েছিল সিপিএমের। অনেকেই এই প্রসঙ্গে দলের বর্ষীয়ান নেতা তন্ময় ভট্টাচার্যের কথা মনে করাচ্ছেন। তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছিল সিপিএম।
দলের কর্মীর সঙ্গেই সহবাস! বড় অভিযোগ, বহিষ্কার করল সিপিএম
ফিল্মি প্রেমকাহিনী, তিন সন্তান, সবই ঠিক ছিল, তাই বলে স্ত্রীর কাকাকেই..
রাজ্যের শিক্ষামন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা ঠিক কতটা জানেন?
যাঁকে গ্যারান্টার বললেন, সেই গ্যারান্টি দিলেন না: কুণাল

