SIR, Voter List: তথ্যে ভুল থাকলে কী করবেন! কার কাছে যাবেন?
SIR 2025 Draft List: ইলেকশন কমিশন বলছে এমন কিছু যদি হয়, তাহলে সবার আগে আপনাকে ফর্ম ৮ ফিলআপ করতে হবে। ইলেকশন কমিশনের ওয়েবসাইটে আপনি ফর্ম ৮ পেয়ে যাবেন। ওয়েব ব্রাউজারে গিয়ে আপনি ফর্ম ৮ লিখে সার্চ করলেই পিডিএফ চলে আসবে আপনার সামনে।
আমাদের ভোটার আইডেন্টিটি কার্ডে আমাদের একাধিক তথ্য দেওয়া থাকে। এর মধ্যে থাকে আমাদের নাম, বাবা বা মায়ের নাম, আমাদের লিঙ্গ ও আমাদের জন্ম তারিখ। পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত্রে বাংলা ও ইংরেজি, এই দুই ভাষাতেই লেখা থাকে সব তথ্য। এবার ধরুন ওখানে লেখা কোনও তথ্য ভুল রইল। বা আপনার নাম বা আপনার বাবা বা মায়ের নামের বানান ভুল হল তাহলে কী করবেন?
ইলেকশন কমিশন বলছে এমন কিছু যদি হয়, তাহলে সবার আগে আপনাকে ফর্ম ৮ ফিলআপ করতে হবে। ইলেকশন কমিশনের ওয়েবসাইটে আপনি ফর্ম ৮ পেয়ে যাবেন। ওয়েব ব্রাউজারে গিয়ে আপনি ফর্ম ৮ লিখে সার্চ করলেই পিডিএফ চলে আসবে আপনার সামনে। এ ছাড়াও আপনি ইলেকশন কমিশনের ওয়েবসাইটে লগইন করে অনলাইনেও ফর্ম ৮ ফিলআপ করতে পারেন। এমনকি আপনার বিএলও-র কাছ থেকেও আপনি এই ফর্ম ৮ সংগ্রহ করতে পারবেন।

