SIR, Voter List: কীভাবে আপনাকে ডেকে পাঠাবে ইলেকশন কমিশন!
SIR 2025 Draft List: আপনি এটা ভেবে চিন্তিত যে কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে ভারতের নির্বাচন কমিশন? আপনার ভোটার আইডির সঙ্গে যদি মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে, তাহলে আপনার মোবাইল নম্বরে মেসেজ করে আপনাকে জানাতে পারে ইলেকশন কমিশন।
খসড়া তালিকায় নাম আসেনি আপনার। নাম না থাকার তালিকায় নিজের নাম খুঁজেছেন? আচ্ছা, সেখানে খুঁজে পেয়েছেন আপনি। কিন্তু আপনি এটা ভেবে চিন্তিত যে কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে ভারতের নির্বাচন কমিশন? আপনার ভোটার আইডির সঙ্গে যদি মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে, তাহলে আপনার মোবাইল নম্বরে মেসেজ করে আপনাকে জানাতে পারে ইলেকশন কমিশন। এ ছাড়াও ইলেকশন কমিশন আপনার জন্য একটা নোটিস পাঠিয়ে আপনাকে জানিয়ে দেবে আপনার হিয়ারিংয়ের তারিখ ও সময়। তবে, এটাও ঠিক যে আপনার মেল আইডিতে মেলও করবে না বা আপনার ঠিকানায় চিঠিও পাঠাবে না কমিশন।
Published on: Dec 22, 2025 12:38 PM

