Nirmala Sitharaman: ‘এক দেশ, এক ভোট’ নিয়ে সব বলে দিলেন নির্মলা
Nirmala Sitharaman: কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ২০২৪ সালের লোকসভা ভোটের জন্য খরচ হয়েছে ১ লক্ষ কোটি টাকা। একসঙ্গে ভোট হলে এক বিপুল খরচ অনেকটাই কমবে।

নয়াদিল্লি: ‘এক দেশ, এক ভোট’ প্রস্তাব কবে বাস্তবায়িত হবে? একাধিক রাজনৈতিক দল বলছে, ২০২৯ সালের লোকসভা নির্বাচনেই তা বাস্তবায়িত করতে পদক্ষেপ করতে পারে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। সত্যিই কি আগামী লোকসভা নির্বাচনে এই প্রস্তাব বাস্তবায়িত হবে? এই নিয়ে এবার মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জানিয়ে দিলেন, এক দেশ, এক ভোট কবে বাস্তবায়ন করা হতে পারে। একইসঙ্গে কয়েকটি রাজনৈতিক দলের ‘মিথ্যা প্রচার’ নিয়ে সরব হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
শনিবার তামিলনাড়ুর কাট্টানকুলাথুরে এসআরএম বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে ‘এক দেশ, এক ভোট’-র প্রসঙ্গে মুখ খোলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি বলেন, “বিষয়টি নিয়ে অনেক আলোচনা হয়েছে। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনতে চাইছেন, এমন নয়। এক দেশ, এক ভোটের বিষয় নিয়ে ১৯৬০ সাল থেকে আলোচনা চলে আসছে।”
অন্ধভাবে এই প্রস্তাবের বিরোধিতা না করে ভেবে দেখার কথা বলেন নির্মলা। এক দেশ, এক ভোট হলে অর্থনীতির লাভের কথা তুলে ধরেন তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ২০২৪ সালের লোকসভা ভোটের জন্য খরচ হয়েছে ১ লক্ষ কোটি টাকা। একসঙ্গে ভোট হলে এক বিপুল খরচ অনেকটাই কমবে। লোকসভা ও বিধানসভার ভোট একসঙ্গে হলে দেশের জিডিপি দেড় শতাংশ বেড়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।
এই খবরটিও পড়ুন




অনেকে বলছেন, ২০২৯ সালেই এক দেশ, এক ভোট বাস্তবায়নের চেষ্টা করছে কেন্দ্র। এই নিয়ে নির্মলা জানান, ২০২৯ সালে এক দেশ, এক ভোট বাস্তবায়নের সম্ভাবনা নেই। একসঙ্গে ভোটের বিষয়টি ২০৩৪ সালের পর পরিকল্পনা করা হচ্ছে।





