AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Medicine And Allied Science: মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্স কী? কেন এটি ছাড়া অসম্পূর্ণ চিকিৎসা ক্ষেত্র?

Medicine And Allied Science: একজন রোগীকে সুস্থ করে তোলার নেপথ্যে এঁদের অবদান খুব একটা কম কিছু নয়। চিকিৎসকরা রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদান করেন ঠিকই, তবে এই অ্যালায়েড সায়েন্সের পেশাজীবীরাই চিকিৎসা ব্যবস্থাকে কার্যকর ও পূর্ণতা দেন।

Medicine And Allied Science: মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্স কী? কেন এটি ছাড়া অসম্পূর্ণ চিকিৎসা ক্ষেত্র?
Follow Us:
| Edited By: | Updated on: Apr 16, 2025 | 6:34 PM

মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্স। এই মুহূর্তে চিকিৎসা সংক্রান্ত পড়াশোনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। কী এই মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্স? এটি এমন এক ভাগ যা চিকিৎসাব্যবস্থার একটি অপরিহার্য অংশ। এই শাখার আওতায় আসে ফার্মাসি, নার্সিং, ফিজিওথেরাপি, ল্যাবরেটরি টেকনোলজি, রেডিওলজি, নিউট্রিশন, ওকুপেশনাল থেরাপি, ইত্যাদি মতো অসংখ্য প্রয়োজনীয় জিনিস। চিকিৎসা মানে শুধু মাত্র ডাক্তার নয়। তাঁর সঙ্গে বাকিদের নিয়ে গোটা চিকিৎসা ব্যবস্থা। একজন রোগীকে সুস্থ করে তোলার নেপথ্যে এঁদের অবদান খুব একটা কম কিছু নয়। চিকিৎসকরা রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদান করেন ঠিকই, তবে এই অ্যালায়েড সায়েন্সের পেশাজীবীরাই চিকিৎসা ব্যবস্থাকে কার্যকর ও পূর্ণতা দেন।

যেমন ফিজিওথেরাপিস্ট রোগীর চলনক্ষমতা ফিরিয়ে দিতে সহায়তা করেন, নার্সরা ডাক্তারের পরামর্শ মতো রোগীর সার্বিক সেবা করে তাঁকে সুস্থ করে তোলেন, ল্যাব টেকনিশিয়ান রক্ত ও অন্যান্য নমুনা পরীক্ষা করে রোগ নির্ণয়ে সহায়তা করেন। রেডিওলজিস্ট রোগের সঠিক চিত্র তুলে ধরেন এক্স-রে, এমআরআই কিংবা সিটিস্ক্যানের মাধ্যমে। এ ছাড়া ডায়েটিশিয়ানরা রোগীর সঠিক খাদ্য পরিকল্পনা করে সুস্থতার পথে এগিয়ে দেন। এমন ভাবেই ডাক্তার ছাড়াও একজন রোগীর সুস্থ হয়ে ওঠার পিছনে থাকে প্রত্যেকের কিছু কিছু অবদান।

এদের গুরুত্ব কোভিড-১৯ মহামারির সময় বিশেষভাবে পরিলক্ষিত হয়। ফ্রন্টলাইন কর্মীদের একটি বড় অংশ ছিল অ্যালায়েড হেলথ প্রফেশনাল, যারা রোগীর চিকিৎসা ও পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

অতএব, চিকিৎসাবিজ্ঞান শুধু ডাক্তার-কেন্দ্রিক নয়। মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্স একত্রে কাজ করেই স্বাস্থ্যব্যবস্থাকে পূর্ণতা দেয়। উন্নত ও টেকসই চিকিৎসা ব্যবস্থার জন্য এই শাখার উন্নয়ন ও প্রশিক্ষণ অত্যন্ত জরুরি।

বাংলায় কোথায় কোথায় পড়ানো হয় এই কোর্স?

পশ্চিমবঙ্গে মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্স সংক্রান্ত বিভিন্ন কোর্স যেমন ফিজিওথেরাপি, নার্সিং, ল্যাব টেকনোলজি, রেডিওলজি, ডায়েটেটিকস, ওকুপেশনাল থেরাপি ইত্যাদি পড়ানো হয় একাধিক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে। নিচে কিছু উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হল-

১। IPGMER and SSKM Hospital (Kolkata): এখানে ফিজিওথেরাপি, রেডিওলজি, ল্যাব টেকনোলজি ইত্যাদির প্রশিক্ষণ হয়।

২। NRS Medical College (Kolkata): নার্সিং, প্যাথোলজি, ল্যাব টেকনোলজি কোর্স করানো হয়।

৩। RG Kar Medical College (Kolkata): Allied Health Sciences-এর বিভিন্ন কোর্স চালু রয়েছে এখানেও।

৪। College of Nursing, Medical College Kolkata: বিএসসি নার্সিংসহ বিভিন্ন নার্সিং কোর্স করানো হয়।

৫। West Bengal University of Health Sciences (WBUHS): রাজ্যের স্বাস্থ্যশিক্ষা সংক্রান্ত সব কোর্স ও প্রতিষ্ঠান এদের অধীনে।

এছাড়াও বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠানে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোর্স করানো হয়। প্রত্যেক প্রতিষ্ঠানের ওয়েবসাইট বা WBUHS-এর অফিশিয়াল পোর্টালে গিয়ে কোর্সের স্বীকৃতি, ভর্তি প্রক্রিয়া ও সুযোগ-সুবিধা যাচাই করে নিতে পারেন।