Weather Update: ৬ কিমি বিস্তৃত নিম্নচার অক্ষরেখা, বাংলায় কী প্রভাব পড়বে, কেমন কাটবে সপ্তাহটা
Weather Update: বর্তমানে দিনের তাপমাত্রা কোনও কোনও জায়গায় স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি কম রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

কলকাতা: গত কয়েকদিন ধরেই দফায় দফায় ঝড়-বৃষ্টি চলছে। শিলাবৃষ্টিও দেখা গিয়েছে। চলতি সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া, জানাল হাওয়া অফিস।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২-৩ দিন ধরে রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে সতর্ক করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টা সমস্ত জেলাতেই বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় রয়েছে পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, বীরভূম। এই সব জেলায় বইবে দমকা হাওয়া, সঙ্গে থাকছে ঝড় বৃষ্টির সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মধ্যপ্রদেশ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। আর একটি নিম্নচাপ অক্ষরেখা সিকিম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত অর্থাৎ তিন থেকে ছয় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকবে। তার জেরেই রাজ্যে হবে বৃষ্টি।
১৮ এপ্রিল অর্থাৎ আগামী শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দমকা হওয়ার গতিবেগ থাকবে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। সপ্তাহান্তেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে রাজ্যে। ২১ তারিখ থেকে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে, তাপমাত্রা বাড়বে।
বর্তমানে দিনের তাপমাত্রা কোনও কোনও জায়গায় স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি কম রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিং-এ আগামী দু-তিন দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আগামী দু-তিন দিন থাকবে আংশিক মেঘলা আকাশ। আর্দ্রতা বেশি থাকলেও নিম্নচাপের ফলে অস্বস্তি কম থাকবে। আগামী চার দিন পর ২১ তারিখ তাপমাত্রা আবার বাড়বে।





