AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

5 Bangladeshi planes: বাংলাদেশের ৫টা বিমান নামল কলকাতা বিমানবন্দরে, হঠাৎ কী হল আকাশে?

Kolkata Airport: শাহজালাল বিমানবন্দর সূত্রে খবর, রাত ১টার পর থেকে এয়ারপোর্টে রানওয়েতে কুয়াশার ঘনত্ব খুবই বেড়ে যায়। এই অবস্থায় বিমান চলাচল রীতিমতো ঝুঁকিপূর্ণ হয়ে যায়। ওই সময়েই কুয়েত থেকে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকায় আসছিল।

5 Bangladeshi planes: বাংলাদেশের ৫টা বিমান নামল কলকাতা বিমানবন্দরে, হঠাৎ কী হল আকাশে?
হঠাৎ কী হল আকাশে? Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Dec 26, 2025 | 10:03 PM
Share

কলকাতা: শীত করে ফেলেছে একের পর এক রেকর্ড। সঙ্গে চলছে কুয়াশার দাপট। কমছে দৃশ্যমানতা। বিগত কয়েকদিন লাগাতার ঘন কুয়াশার দাপট দেখা গিয়েছে কলকাতা বিমানবন্দরেও। এরইমধ্যে এবার খারাপ আবহাওয়ার কারণে বাংলাদেশ যেতেই পারল না ৫টি আন্তর্জাতিক বিমান। অবতরণ করতে হল কলকাতা বিমানবন্দরে। যাত্রীরা অপেক্ষা করেন বিমানের মধ্যেই। তবে আকস্মিক এ ঘটনায় তাঁদের মধ্যে চাপানউতোরও তৈরি হয়। দীর্ঘক্ষণ অপেক্ষার ফের শুরু হয় যাত্রা। ততক্ষণে বাংলাদেশ শাহজালাল বিমানবন্দরের আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে বলে খবর আসে। তারপরই বিমানগুলি ফের বাংলাদেশের উদ্দেশ্যে উড়ে যায়।  

বিমানগুলির তালিকায় দুটি বিমান আসছিল কুয়েত থেক ঢাকার উদ্দেশ্যে। পাশাপাশি সৌদি আরাব থেকেও একটি বিমান আসছিল বলে জানা যায়। তালিকায় ছিল আরও ২ বিমান। সব বিমানগুলিই ঢাকা রাস্তা থেকে বাঁক নিয়ে কলকাতায় অবতরণ করতে বাধ্য হয়। 

শাহজালাল বিমানবন্দর সূত্রে খবর, রাত ১টার পর থেকে এয়ারপোর্টে রানওয়েতে কুয়াশার ঘনত্ব খুবই বেড়ে যায়। এই অবস্থায় বিমান চলাচল রীতিমতো ঝুঁকিপূর্ণ হয়ে যায়। ওই সময়েই কুয়েত থেকে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকায় আসছিল। আসছিল জাজিরা এয়ারওয়েজের দু’টি বিমান। এদের সঙ্গেই নামতে পারেনি বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানও। সব বিমানই কলকাতা বিমানবন্দরে চলে যায়। সূত্রের খবর, পরবর্তীতে যে দ্রুত আবহাওয়ার উন্নতি হয় এমনটা নয়। রাত তিনটের দিকেও আরও একটি বিমান  শাহজালাল বিমানবন্দরের অবতরণে ব্যর্থ হয়। সেটিও কলকাতার উদ্দেশ্যে উড়ে যায়। সকালে আবহাওয়ার উন্নতি হলে ফের ফিরে যায় ঢাকায়।